কঙ্গোতে অগ্ন্যুৎপাতে বাস্তুচ্যুত ৪ লাখ ১৬ হাজার মানুষ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মে ২০২১, ১১:০১, আপডেট: ৩১ মে ২০২১, ১১:০২
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে আগ্নেয়গিরি মাউন্ট নিরাগংগোর অগ্ন্যুৎপাতে বাস্ত্যুচ্যুত হয়েছে প্রায় চার লাখ ১৬ হাজার মানুষ। রোববার জাতিসঙ্ঘের মানবিক কার্যক্রম সমন্বয় বিষয়ক দফতর (ওসিএইচএ) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ২৭ মে দ্বিতীয় দফায় এক ভূমিকম্পের ফলে কাছাকাছি থাকা গোমা শহরের বাসিন্দাদের আবার সরে যাওয়ার নির্দেশ দেয়া হলেও শহরের বাসিন্দারা ধীরে ধীরে আবার তাদের বাড়িতে ফিরছেন।
এর আগে গত ২২ মার্চ কঙ্গোর পূর্বাঞ্চলে রুয়ান্ডা সীমানায় মাউন্ট নিরাগংগোতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। অগ্ন্যুৎপাতের ঘটনায় ৩০ জনের বেশি লোক নিহত এবং বিপুল পরিমাণ সম্পত্তি ধ্বংস হয়।
২০০২ সালে মাউন্ট নিরাগংগোর এমনই এক অগ্ন্যুৎপাতে গোমায় ও চারপাশের গ্রামে দুই শ' ৫০ জন নিহত হয়। এছাড়া অগ্ন্যুৎপাতে বাস্তুচ্যুত হয় এক লাখ ২০ হাজারের বেশি মানুষ।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা