২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পদে অভ্যুত্থান নেতা গৈতা

কর্নেল আসিমি গৈতা - ছবি : আলজাজিরা/রয়টার্স

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভ্যুত্থানের নেতা কর্নেল আসিমি গৈতাকে দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে মালির সাংবিধানিক আদালতের জারি করা এক আদেশে এই ঘোষণা দেয়া হয়।

আদালতের আদেশে বলা হয়, অন্তর্বর্তীকালীন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত আসিমি গৈতা 'অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধান' পদে থেকে নেতৃত্ব দেবেন।

এর আগে গত সোমবার এক বছরের মধ্যে মালির সামরিক বাহিনীর দ্বিতীয় দফা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেশটির তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট বাহ এনদাওয়ের পদত্যাগের ফলে প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

৩৮ বছর বয়সী গৈতা গত বছর আগস্টে প্রথম দফার অভ্যুত্থানের পর বাহ এনদাওয়ের অধীনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মন্ত্রিসভায় রদবদল এবং সামরিক বাহিনীর দুই কর্মকর্তাকে মন্ত্রিত্বের পদ থেকে বাদ দেয়ায় বিরোধের জের ধরে সোমবার সামরিক বাহিনী অভ্যুত্থান ঘটায়। এই সময় অন্তর্বর্তী প্রেসিডেন্ট বাহ এনদাও ও প্রধানমন্ত্রী মোকতার ওয়ানকে গ্রেফতার করা হয়। পরে বুধবার পদত্যাগের পর তাদের ছেড়ে দেয়া হয়।

কর্নেল আসিমি গৈতার নেতৃত্বে গত বছর ১৮ আগস্ট সামরিক অভ্যুত্থানে মালির প্রেসিডেন্ট ইবরাহিম বুবাকার কেইতাকে ক্ষমতাচ্যুত করা হয়। দুর্নীতি ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনে ব্যর্থতার অভিযোগে সামরিক বাহিনী তাকে পদত্যাগ করতে বাধ্য করে।

অভ্যুত্থানের পর পরিস্থিতি স্বাভাবিকীকরণে সামরিক জান্তার উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সাবেক প্রতিরক্ষামন্ত্রী বাহ এনদাওকে প্রেসিডেন্ট ও সাবেক কূটনীতিক মোকতার ওয়ানকে প্রধানমন্ত্রী করে মালির অন্তর্বর্তীকালীন এই সরকার গঠন করা হয়। অভ্যুত্থানের নেতা আসিমি গৈতা নিজে ভাইস প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement