২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আফ্রিকায় সামরিক উপস্থিতির পথে চীন

-

চীন আফ্রিকা মহাদেশে শুধু তাদের ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধিতে নিয়োজিত হয়নি। তারা এখন সমগ্র আফ্রিকা জুড়ে সামরিক নৌ-ঘাঁটির নেটওয়ার্ক গড়তে মনোযোগী হয়েছে। 'ইউএস আফ্রিকা' কমান্ডের প্রধান জেনারেল স্টিফেন টাউনসেন্ড বৃহস্পতিবার আইনপ্রণেতাদের বলেন, আমাদের সবচেয়ে বড় উদ্বেগ হলো আফ্রিকাজুড়ে চীনের সামরিক তৎপরতা।

চীন সরকার, ২০১৭ সালে পূর্ব উপকূলীয় জিবুতির ডেলারেহতে প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে। যুক্তরাষ্ট্র সামরিক কর্মকর্তরা এতে উদ্বেগ প্রকাশ করেন। কারণ, চীনের সামরিক স্থাপনাটি যুক্তরাষ্ট্রের ক্যাম্প লেমনিইয়ের ঘাঁটির খুব কাছেই অবস্থিত।

মার্কিন কর্মকর্তারা জানান, বিগত তিন বছরে চীন এ ঘাঁটিটির সক্ষমতাই শুধু বৃদ্ধি করেনি, আরো দক্ষিণে তানজানিয়া পর্যন্ত তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রয়াস নিয়েছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement