২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ডিআর কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫

-

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা নগরীতে শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। একটি বড় ট্রাক তিনটি গাড়িকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় মেয়র একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

গোমা নগরীর মেয়র তিমোথী মবিসা কিয়েনজি এএফপি’কে বলেন, ‘ব্রেক কাজ না করায় মালবাহী একটি বড় ট্রাক দ্রুত গতিতে চলা তিনটি গাড়িকে অনেক জোরে ধাক্কা দেয়। এর মধ্যে দু’টি বাস রয়েছে।’

তিনি বলেন, ‘ভয়াবহ এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২৫ জন প্রাণ হারিয়েছেন।’

তিনি জানান, খাড়া রাস্তার একটি অংশে বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ দুর্ঘটনার উদ্ধার কাজে অংশ নেয়া স্থানীয় বাসিন্দা ফৌসতিন জাবায়ো এএফপি’কে বলেন, তিনি ‘২৬ টি লাশ মর্গে নিতে দেখেছেন।’

ডিআর কঙ্গোর জাতীয় ৪ নম্বর রুটে এ দুর্ঘটনা ঘটে। উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমা হয়ে রুতশুরু এলাকা এবং বুতেম্বো ও বেনি নগরীর মধ্যে মালামাল পরিবহনে এ রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা কমিশন জানায়, ২০১৯ সালে নর্থ কিভু প্রদেশে এক হাজার ৮৯৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ২৬১ জন নিহত হন।


আরো সংবাদ



premium cement