২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সায়মা হাসান

শপথ নিচ্ছেন প্রেসিডেন্ট সায়মা হাসান - ছবি : ইয়াহু নিউজ

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলির মৃত্যুর পর দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস-প্রেসিডেন্ট সায়মা সুলুহু হাসান। শুক্রবার রাজধানী দারুস সালামে দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।

এর আগে বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে তানজানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগফুলি মারা যান। মৃত্যুর আগে দুই সপ্তাহ দায়িত্বে অনুপস্থিতি দেশটিতে গুজব তৈরি করে, ম্যাগফুলি করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তবে কর্তৃপক্ষ তার অসুস্থতা অস্বীকার করে আসছিল।

শপথের পর প্রথম ভাষণে নতুন প্রেসিডেন্ট সায়মা হাসান তানজানিয়ায় প্রেসিডেন্ট ম্যাগুফুলির মৃত্যুতে ২১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। সাথে সাথে পরলোকগত প্রেসিডেন্টের দাফন অনুষ্ঠানের জন্য ২২ ও ২৩ মার্চ দেশটিতে সাধারণ ছুটির ঘোষণা দেন।

তানজানিয়ার সংবিধান অনুসারে কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেলে ভাইস-প্রেসিডেন্ট তার বাকি থাকা মেয়াদ দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে প্রথম নির্বাচিত হওয়া জন ম্যাগুফুলি গত বছরের অক্টোবরে দ্বিতীয়বারের মতো পাঁচ বছরের মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সংবিধান অনুসারে এখন প্রেসিডেন্ট সায়মা হাসানকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে একজনের নাম প্রস্তাব করতে হবে, যাকে সংসদের ৫০ ভাগ সদস্যের ভোটের ভিত্তিতে অনুমোদন করা হবে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement