২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আফ্রিকায় ভাইরাস প্রতিরোধে টিকার তৎপরতা জোরদার

আফ্রিকায় ভাইরাস প্রতিরোধে টিকার তৎপরতা জোরদার -

কোভ্যাক্সের উদ্যোগে করোনাভাইরাসের টিকার লাখ লাখ ডোজ নাইজেরিয়া, অ্যাঙ্গোলা ও কেনিয়ায় পৌঁছেছে। আফ্রিকান দেশগুলো করোনাভাইরাস মোকাবেলায় তাদের টিকা পদক্ষেপ জোরদার করেছে।

বিশ্বের ধনী দেশগুলো আরো আগ থেকেই টিকা দেয়ার কাজ শুরু করেছে। কিন্তু অধিকাংশ দরিদ্র দেশ টিকা পাওয়ার অপেক্ষায় রয়েছে।

এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, বিশ্ব জনসংখ্যার সকলেই টিকা না পেলে এ সঙ্কটের অবসান হবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে কোভ্যাক্স স্বাস্থ্য সংশ্লিষ্ট এনজিওদের সাথে নিয়ে চলতি বছরের প্রথম ১০০ দিনে বেশ কয়েকটি দেশে টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করেছে। চলতি বছরের শেষ নাগাদ সরবরাহ করবে টিকার ২০০ কোটি ডোজ।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া মঙ্গলবার ৪০ লাখ ডোজ টিকা গ্রহণ করেছে। অ্যাঙ্গোলা গ্রহণ করেছে ৬ লাখেরও বেশি ডোজ। এর আগে ঘানা ও আইভরিকোস্টে টিকা সরবরাহ করা হয়। এছাড়া কেনিয়া বুধবার গ্রহণ করেছে ১০ লাখেরও বেশি ডোজ।

কোভ্যাক্স বলছে, মে মাসের শেষ নাগাদ ১৪২টি দেশে ২৩ কোটি ৭০ লাখ ডোজ অক্সফোর্ড টিকা সরবরাহ করা হবে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement