সাহেলে উগ্রবাদী এলাকায় সৈন্য পাঠাচ্ছে চাদ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩১, আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৮
চাদ সাহেল সীমান্ত এলাকায় উগ্রবাদীদের দমনে ১২ শ’ সৈন্য পাঠাবে। গতকাল সোমবার দেশটির প্রেসিডেন্ট এ কথা জানান।
এদিকে ফ্রান্স অস্থিতিশীল এই অঞ্চলে তার ব্যাপক সামরিক উপস্থিতি কমাতে চাচ্ছে। সাহেলে উগ্রবাদীদের দমনে বুরকিনা ফাসো, চাদ, মালি, মৌরিতানিয়া ও নাইজার যে অভিযান চালাচ্ছে তার ভবিষ্যত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশগুলো।
জাতিসঙ্ঘের হিসেবে, এ অঞ্চল উগ্রবাদী তৎপরতার কারণে হাজার হাজার লোকের প্রাণহানি এবং ২০ লাখেরও বেশি লোক বাস্তচ্যুত হয়েছে।
আঞ্চলিক এ সম্মেলনের শুরুতে টুইটারে চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইটনো বলেছেন, নাইজার, মালি ও বুরকিনা ফাসোর মধ্যকার তিনটি সীমান্ত এলাকায় এসব সৈন্য মোতায়েন করা হবে। আঞ্চলিক এ সম্মেলনে ফরাসী প্রেসিডেন্ট ভিডিওর মাধ্যমে যোগ দেন।
এদিকে এ অঞ্চলে সামরিক সফলতা সত্ত্বেও ওই অঞ্চলের বিশাল এলাকা এখনও উগ্রবাদী নিয়ন্ত্রণে রয়েছে। তারা প্রায়ই হামলা চালিয়ে আসছে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ থিংক ট্যাংকের সাহেল বিষয়ক পরিচালক জ্যাঁ হার্ভ জেজেকুয়েল বলেছেন, উগ্রবাদীদের দমনে প্রথাগত সামরিক কৌশল ব্যর্থ হয়েছে। জিহাদীরা ঘুরে দাঁড়িয়ে হামলা অব্যাহত রাখতে সক্ষম।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা