কঙ্গোতে নৌকাডুবিতে মৃত্যু ৬০, নিখোঁজ শতাধিক
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৭
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকাডুবিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন এক শ’র বেশি আরোহী। সোমবার কঙ্গোর সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়।
কঙ্গোর মানবিক কার্যক্রম বিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি আলজাজিরাকে জানান, রোববার রাতে দেশটির মাই-এনডোমবে প্রদেশে লনগোলা একোটি গ্রামের কাছে কঙ্গো নদীতে সাত শ’ আরোহী নিয়ে যাত্রার সময় নৌকাটি ডুবে যায়।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত উদ্ধারকারী দল ৬০ জনের লাশ ও তিন শ’ জনকে জীবিত উদ্ধার করেছে।’
নৌকাটি রাজধানী কিনশাসা থেকে ইকুয়েটর প্রদেশের দিকে রওয়ানা হয়েছিল। রাতের বেলা নৌকা চালনা ও অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন স্টিভ এমবিকায়ি।
মন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অনিরাপদ ব্যবস্থার কারণে কঙ্গোর নদীপথে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। গত বছরের মে মাসে লেক কিভুতে নৌকা ডুবে আট বছরের শিশুসহ ১০ জনের প্রাণহানী হয়েছে।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা