সোমালিয়ার পার্লামেন্ট ভবনের কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৭
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে নিরাপত্তা চেকপোস্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলা হয়েছে। ওই বিস্ফোরণে অন্ততপক্ষে সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির স্থানীয় মিডিয়া বলছে, এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তবে পুলিশ এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।
সোমালিয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, এক ব্যক্তি বোমা বোঝাই টেয়োটা নোয়াহ গাড়ি নিয়ে ডাবকা এলাকার সিকিউরিটি চেকপয়েন্টের ভেতর ঢুকে পড়ার আগে পুলিশ সেটি লক্ষ্য করে গুলি করতে বাধ্য হয়। এতে গাড়িটি বিস্ফোরিত হয়। সকাল বেলার ওই বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন এছাড়াও আটটি গাড়ি ও ৯টি রিকশা ধ্বংস হয়েছে।
ওই নিরাপত্তা চেকপয়েন্টটি রাজধানীর সায়িদকা জংশনের কাছে ব্যস্ততম রাস্তা মক্কা আল-মুকাররমায় অবস্থিত।
সায়িদকা জংশন সোমালিয়া পার্লামেন্ট ভবন থেকে কিছুটা দূরে ও প্রেসিডেন্ট ভবনের কাছে অবস্থিত।
এর আগে পুলিশের মুখপাত্র সাদাক আদান আলি টেলিফোনে গাড়ি বোমা বিস্ফোরণের পর বিষয়টি আনাদোলু এজেন্সিকে নিশ্চিত করেছিলেন। তিনি বলেছিলেন, পুলিশ, নিরাপত্তা বাহিনী ও মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রেসিডেন্ট বাস ভবনে যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে। ওই ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
কোনো দল এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। তবে সোমালিয়াভিত্তিক আল কায়েদার ঘনিষ্ঠ গোষ্ঠী আল শাবাব আফ্রিকান এ দেশটিতে সাম্প্রতিক হামলাগুলোর কথা স্বীকার করেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা