২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাইজারের ২ গ্রামে উগ্রবাদীদের হামলা, নিহত শতাধিক

নাইজারের ২ গ্রামে উগ্রবাদীদের হামলা, নিহত শতাধিক - ছবি : সংগৃহীত

পশ্চিম নাইজারের দু’টি গ্রামে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র বাইক-বাহিনী। তাদের তাণ্ডবে নিহত হয়েছেন গ্রামের শতাধিক বাসিন্দা।

পশ্চিম নাইজারের উগ্রবাদী-অধ্যুষিত টিলাবেরি এলাকার গ্রাম তিচোমা বাঙ্গাউ ও জারৌমাডারআইয়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে হামলা চালায় উগ্রবাদীরা। স্থানীয় মেয়র আলমউ হাসানে জানিয়েছেন, উগ্রবাদীরা দুই ভাগে ভাগ হয়ে দুটি গ্রামে চলে যায় এবং সেখানে হামলা চালায়।

ওই দুটি গ্রাম পরিদর্শন শেষে মেয়র সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, তিচোমা বাঙ্গাউ গ্রামে ৭০ জন নিহত হয়েছেন। অন্য গ্রামে নিহত হয়েছেন ৩০ জনের বেশি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৭৫ জন।

ওই দুই গ্রামের যুবকরা আত্মরক্ষার জন্য নিজেরাই দল গঠন করেছিল। সম্প্রতি দু’জন বিদ্রোহীকে তারা পিটিয়ে মারে। তারই বদলা নিতে এই আক্রমণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

যে জায়গায় এই ঘটনা ঘটেছে, তা নাইজারের সাথে মালি ও বুরকিনো ফাসোর সীমান্তের কাছে। এখানে আল কায়দা ও আইএসের সহযোগী বেশ কয়েকটা গোষ্ঠী সক্রিয়। নাইজারে সম্প্রতি সহিংস ঘটনা অনেক বেড়েছে। কয়েক শ’ মানুষ প্রাণ হারিয়েছেন।

গত সপ্তাহেই নাইজারে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট হয়েছে। তার গণনা যখন চলছে, সেই সময় এই ভয়ঙ্কর ঘটনা ঘটল। ফলাফলে ক্ষমতাসীন দলের প্রার্থী মোহামেদ বাজাউম ৩৯ শতাংশের বেশি ভোটে এগিয়ে আছেন। বিরোধী প্রার্থী মাহামানে ওসমানি পেয়েছেন প্রায় ১৭ শতাংশ ভোট।

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement