২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কঙ্গোর পূর্বাঞ্চলে উগ্রবাদীদের হামলায় ২৫ জন নিহত

কঙ্গোর পূর্বাঞ্চলে উগ্রবাদীদের হামলায় ২৫ জন নিহত - ছবি : সংগৃহীত

কঙ্গোর গোলোযোগপূর্ণ পূর্বাঞ্চলে শুক্রবার এক হামলায় কমপক্ষে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এ হামলার জন্য এডিএফ মিলিশিয়ারা দায়ী।

বেনির আঞ্চলিক প্রশাসক দোনাত কিবুয়ানা এএফপিকে জানান, সেনাবাহিনী বৃহস্পতিবার নববর্ষের সময় এলাকার শস্যক্ষেতে ২৫ জন নাগরিকের লাশের খোঁজ পাওয়ার পর এডিএফ যোদ্ধাদের তাড়া করে।

স্থানীয় জনপ্রতিনিধি ব্রাভো মুহিন্দো ২৫ জনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের মধ্যে অনেকের শিরশ্ছেদ করা হয়েছে। আরো কিছু লোককে অপহরণ করা হয়েছে।

শতাধিক মিলিশিয়া গোষ্ঠীর অন্যতম এডিএফ উগ্রবাদী দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে তৎপর রয়েছে। হামলা চালিয়ে গত এক বছরে শত শত নাগরিককে হত্যা করার জন্য তাদের দায়ী করা হয়।

সূত্র : আলজাজিরা ও বাসস


আরো সংবাদ



premium cement