২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইথিওপিয়ায় সৈন্যদের হানায় নিহত ৪২ সন্ত্রাসী

ইথিওপিয়ায় সৈন্যদের হানায় নিহত ৪২ সন্ত্রাসী - ছবি : সংগৃহীত

এক দিন আগেই সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে শতাধিক গ্রামবাসীকে হত্যা করেছিল। তবে এ বার ইথিওপিয়ান সৈন্যরা পাল্টা হানা দিয়ে মেরেছে ৪২ জন সন্ত্রাসীকে।

অশান্ত হয়ে উঠেছে ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজ এলাকা। এক দিন আগেই সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে গ্রামের শতাধিক নিরপরাধ মানুষকে। স্থানীয় কর্মকর্তাদের দাবি, তারপর ওই এলাকায় সৈন্য অভিযান হয়েছে। অভিযানে সৈন্যদের আক্রমণে নিহত হয় ৪২ জন সন্ত্রাসী। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, আরো সৈন্য পাঠানো হচ্ছে।

ওই এলাকাটি সুদান সীমান্তের কাছে। প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। সরকার আগে এখানকার সমস্যা সমাধানের চেষ্টা করেছে। কিন্তু তা সফল হয়নি। এখন পরিস্থিতি সামলাতে বাহিনী পাঠানো হয়েছে।’

জাতিগত সংঘর্ষ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইথিওপিয়ায় জাতিগত সংঘর্ষ হয়েছে। ওই ভয়ঙ্কর ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ ২০১৮ সালে ক্ষমতায় আসার পরেই ইথিওপিয়ায় সহিংস ঘটনার সংখ্যা অনেক বেড়েছে। ইথিওপিয়ার বর্তমান প্রধানমন্ত্রী দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছেন। ফলে বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ ছিল তা অনেকটাই কমে গেছে। তবে বিভেদগুলো সংঘর্ষে পরিণত হচ্ছে আঞ্চলিক স্তরে।

বেনিশানগুল-গুমুজ এলাকায় এই সহিংসতার কারণ, জমির উপর অধিকার প্রতিষ্ঠা। অ্যামনেস্টির দাবি, জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতে হবে ইথিওপিয়া সরকারকে।

ইথিওপিয়া হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, এই আক্রমণ যখন হয়েছে তখন সেখানে পুলিশ বা সরকারি কোনো নিরাপত্তা বাহিনী ছিল না। তাদের মতে, ফেডারেল ও আঞ্চলিক সরকারের মধ্যে সমন্বয় অনেক বাড়াতে হবে। দুর্ভাগ্যের বিষয় হলো, এই ধরনের ঘটনা সমানে বাড়ছে।

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement
টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফলাফল প্রকাশ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ

সকল