ইথিওপিয়ায় সৈন্যদের হানায় নিহত ৪২ সন্ত্রাসী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০২০, ১৮:১৩
এক দিন আগেই সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে শতাধিক গ্রামবাসীকে হত্যা করেছিল। তবে এ বার ইথিওপিয়ান সৈন্যরা পাল্টা হানা দিয়ে মেরেছে ৪২ জন সন্ত্রাসীকে।
অশান্ত হয়ে উঠেছে ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজ এলাকা। এক দিন আগেই সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে গ্রামের শতাধিক নিরপরাধ মানুষকে। স্থানীয় কর্মকর্তাদের দাবি, তারপর ওই এলাকায় সৈন্য অভিযান হয়েছে। অভিযানে সৈন্যদের আক্রমণে নিহত হয় ৪২ জন সন্ত্রাসী। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, আরো সৈন্য পাঠানো হচ্ছে।
ওই এলাকাটি সুদান সীমান্তের কাছে। প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। সরকার আগে এখানকার সমস্যা সমাধানের চেষ্টা করেছে। কিন্তু তা সফল হয়নি। এখন পরিস্থিতি সামলাতে বাহিনী পাঠানো হয়েছে।’
জাতিগত সংঘর্ষ
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইথিওপিয়ায় জাতিগত সংঘর্ষ হয়েছে। ওই ভয়ঙ্কর ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ ২০১৮ সালে ক্ষমতায় আসার পরেই ইথিওপিয়ায় সহিংস ঘটনার সংখ্যা অনেক বেড়েছে। ইথিওপিয়ার বর্তমান প্রধানমন্ত্রী দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছেন। ফলে বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় যে নিয়ন্ত্রণ ছিল তা অনেকটাই কমে গেছে। তবে বিভেদগুলো সংঘর্ষে পরিণত হচ্ছে আঞ্চলিক স্তরে।
বেনিশানগুল-গুমুজ এলাকায় এই সহিংসতার কারণ, জমির উপর অধিকার প্রতিষ্ঠা। অ্যামনেস্টির দাবি, জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতে হবে ইথিওপিয়া সরকারকে।
ইথিওপিয়া হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, এই আক্রমণ যখন হয়েছে তখন সেখানে পুলিশ বা সরকারি কোনো নিরাপত্তা বাহিনী ছিল না। তাদের মতে, ফেডারেল ও আঞ্চলিক সরকারের মধ্যে সমন্বয় অনেক বাড়াতে হবে। দুর্ভাগ্যের বিষয় হলো, এই ধরনের ঘটনা সমানে বাড়ছে।
সূত্র : ডয়েচে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা