নাইজেরিয়ায় করোনার আরো একটি নতুন ধরণ শনাক্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০২০, ১৩:৫৬
করোনাভাইরাসের আরো একটি নতুন ধরণ শনাক্ত হয়েছে নাইজেরিয়ায়। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) বলেছে, বেশ সতর্কতার সাথে বিষয়টির অনুসন্ধান চালানো প্রয়োজন।
ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরণ ‘সার্স কোভ-২’ ধরা পরায় বিশ্বব্যাপী যখন ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ঠিক তখনই নাইজেরিয়া থেকে ভাইরাসটির নতুন রুপ শনাক্তের খবর এলো।
আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান জন এনকেনগাশন বলেছেন, সম্প্রতি ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন যে বৈশিষ্ট পাওয়া গেছে এটা তদের চেয়ে সম্পন্ন ভিন্ন।
বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এনকেনগাশন আরো বলেন, জনবহুল দেশ নাইজেরিয়ায় পাওয়া ভাইরাসের জিনোম সিকোয়েন্সের আরো নমুনা আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ সংস্থা বিশ্লেষণ করবে। তিনি বলেন, আমাদের কিছু সময় দিন, এটি মাত্র শনাক্ত হয়েছে।
সংবাদ সংস্থা এপি প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়, ৩ আগষ্ট ও ৯ অক্টোর নাইজেরিয়ার ওসুন রাজ্য থেকে সংগ্রহ করা দুটি রোগীর নমুনায় নতুন এ ধরণ (রূপটি) পাওয়া গেছে।
খবরে বলা হয়, যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরণের সাথে নাইজেরিয়ার ধরণের পার্থক্য রয়েছে। নাইজেরিয়ায় পাওয়া নতুন ধরণের বংশের এত দ্রুত বৃদ্ধি লক্ষ্য করিনি এবং পি৬৮১এইচ রূপটি নাইজেরিয়ায় ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে এমন প্রামাণ পাওয়া যায় নি।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা