২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে প্রাণ গেল ২০ অভিবাসীর

২০ আফ্রিকান অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে তিউনিসিয়া কর্তৃপক্ষ। - ছবি : এপি

সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর প্রচেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার ২০ আফ্রিকান অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে তিউনিসিয়া কর্তৃপক্ষ।

এছাড়া, বেঁচে যাওয়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং আরো অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ বিন জেকরি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, দেশটির উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা এবং স্থানীয় জেলেরা মধ্যাঞ্চলীয় শহর সাফাক্সের উপকূলের কাছে লাশগুলোর সন্ধান পান।

বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বিন জেকরি জানান, মানবপাচারকারীদের ওই নৌকাটি প্রায় ৪০-৫০ যাত্রী নিয়ে ইতালির দিকে যাচ্ছিল।

নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে তিউনিসিয়ার নৌবাহিনী।

সূত্র : ইউএনবি/এপি


আরো সংবাদ



premium cement