নাইজেরিয়ায় অপহৃত ৩৪৪ স্কুলছাত্র মুক্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ ডিসেম্বর ২০২০, ১৪:৫৬
প্রায় এক সপ্তাহ পর অবশেষে মুক্তি পেল নাইজেরিয়ায় অপহরণ করা ৩৪৪ জন স্কুলছাত্র। তবে উগ্রবাদী গোষ্ঠী বোকো হারাম তাদের অপহরণ করেছিল কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্টে মোহাম্মাদ বুহারি এক টুইট বার্তায় বলেছেন, গোটা দেশ খুবই উদ্বেগের মধ্যে ছিল। এখন সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। গভর্নর মাসারি, গোয়েন্দা, সেনা ও পুলিশের কাছে আমরা সকলেই কৃতজ্ঞ।
যদিও মুক্তি পাওয়া ছাত্ররা এখনো বাড়ি এসে পৌঁছায়নি। মুক্তি পাওয়ার পর তাদের জামফারা প্রদেশের সাফে টাউনে এনে রাখা হয়েছে।
গত ১১ ডিসেম্বর উত্তর-পশ্চিম নাইজেরিয়ার ক্যাটসিনা প্রদেশের কানকারার সরকারি আবাসিক স্কুল থেকে ওই স্কুলছাত্রদের অপহরণ করা হয়েছিল। পরে বোকো হারাম ওই অপহরণের দায় স্বীকার করলেও তারাই অপহরণ করেছিল কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে সরকারি কর্মকর্তাদের মনে।
ওই আবাসিক স্কুলে যখন দুর্বৃত্তরা হামলা করে তখন সেখানে আট শ'র বেশি ছাত্র ছিল। তবে হামলার সময় অনেকে পাশের জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ৩৪৪ জনকে ধরে নিয়ে যায়।
কাটসিনার গভর্নর মাসারি জানিয়েছেন, অপহরণকারীরা পাশের রাজ্যে গিয়ে অধিকাংশ ছাত্রকে মুক্তি দিয়েছে। তাদের এখন ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে। তারপর তাদের পরিবারের হাতে তুলে দেয়া হবে।
কীভাবে মুক্তি পেল ছাত্ররা
ছাত্রদের মুক্তির আগে সামাজিক মিডিয়ায় একটি ভিডিও প্রাকাশিত হয়। সেখানে দেখা গেছে, বোকো হারামের কিছু সদস্য ওই স্কুলছাত্রদের সাথে রয়েছে। তাদের অনুরোধ, নিরাপত্তা বাহিনী যেন এলাকা ছেড়ে চলে যায়। স্থানীয় সংবাদপত্র কাটসিনা পোস্টের রিপোর্ট হলো, সরকারের সাথে অপহরণকারীদের চুক্তি হয়। তারপর ছাত্রদের ছেড়ে তারা পালিয়ে যায়।
অপহরণের পিছনে কি বোকো হারাম দায়ী?
এক প্রতিবেদনে জানা যায়, বোকো হারাম এই অপহরণের দায় স্বীকার করেছিল। কিন্তু পুলিশ ও স্থানীয় মানুষের দাবি, ওই অপহরণের পিছনে স্থানীয় অপরাধীরা ছিল। কিছু দিন হলো, তারা বোকো হারামের প্রতি আনুগত্য প্রকাশ করেছে। অনেকে তাদের বোকো হারামের শাখা সংগঠন বলেন।
তবে বোকো হারাম যদি এই অপহরণের পিছনে থাকে, তা হলে বুঝতে হবে, তারা ওই অঞ্চলেও তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।
গভর্নর মাসারি জানিয়েছেন, তিনি ওই আবাসিক স্কুলের নিরাপত্তা নিয়ে পুলিশের সাথে আলোচনা করছেন। স্কুলটিতে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে। গত কয়েক দিনের অভিজ্ঞতা ও আতঙ্কের পর তিনি বর্তমানে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে চান।
নাইজেরিয়া প্রেসিডেন্টের হোম স্টেট হলো কাটসিনা ক্ষমতায় আসার পর নিজের রাজ্যে উগ্রবাদীদের কার্যকলাপ বন্ধ করতে না পারায় প্রেসিডেন্ট প্রবল সমালোচনার মুখে পড়েছেন।
সূত্র : ডয়েচ ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা