কেনিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল সোমালিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ডিসেম্বর ২০২০, ২১:২৩
সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের অভিযোগে কেনিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কেনিয়া। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে এ কথা ঘোষণা করেন কেনিয়ার তথ্যমন্ত্রী উসমান দুবে।
তিনি বলেন, কেনিয়ায় থাকা সকল কূটনীতিককে ফিরে আসতে বলা হয়েছে এবং কেনিয়ার কূটনীতিকদেরও সাত দিনের মধ্যে সোমালিয়া ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে।
‘কেনিয়া আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো অব্যাহত রেখেছে এবং আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বন্ধের ব্যাপারে আমাদের পূর্ববর্তী আহ্বান তারা অবজ্ঞা করেছে’, রাষ্ট্রীয় এসএনটিভিতে বলেন সোমালিয়ার তথ্যমন্ত্রী উসমান দুবে।
‘তাই আমরা কেনিয়ার সাথে সকল সম্পর্ক ছিন্নের ঘোষণা দিলাম।’
তবে কেনিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা