২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইথিওপিয়ায় বাসে হামলায় মৃত ৩৪, সুদানে উদ্বাস্তু স্রোত

- ছবি : সংগৃহীত

ইথিওপিয়ার পরিস্থিতি আরো টালমাটাল। বাসে বন্দুকধারীর আক্রমণে নিহত ৩৪। টিগ্রেতে লড়াই চলছে। ফলে উদ্বাস্তুর স্রোত সুদানে।

পশ্চিম ইথিওপিয়ায় বাসে বন্দুকধারীর আক্রমণে অন্ততপক্ষে ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছে সে দেশের মানবাধিকার কমিশন। শনিবার এই ভয়ঙ্কর ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও কমিশন মনে করছে। গত কয়েক সপ্তাহ ধরে ইথিওপিয়ায় সহিংসতা বাড়ছে। টিগ্রেতে সেনা বনাম টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের তীব্র লড়াই চলছে। তারই মধ্যে বাসে বন্দুকধারীর আক্রমণ।

মানবাধিকার কমিশন জানিয়েছে, আরো তিন জায়গায় বন্দুকধারীদের আক্রমণ হয়েছে। এক জায়গায় বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে যেতে চাওয়া মানুষদের উপর আক্রমণ করেছে তারা।

উত্তর টিগ্রে অঞ্চলে যখন সামরিক অভিযান চলছে, তখন দেশের অন্যত্রও মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন বলে কমিশন জানিয়েছে। বন্দুকধারীদের হানায় সেপ্টেম্বরে ১৫ জন, অক্টোবরে ২২ জন মারা গেছেন।

কমিশনের প্রধান ড্যানিয়েল বেকেলে জানিয়েছেন, যে ভাবে আক্রমণের সংখ্যা বাড়ছে, তা খুবই চিন্তাজনক। আঞ্চলিক ও ফেডারেল সরকারের মধ্যে আরো অনেক বেশি সমন্বয় দরকার। কিন্তু সমানে এই ধরনের আক্রমণের ফলে অনেকেই নিরাপদ জায়গায় চলে যেতে চাইছেন।

ইথিওপিয়ার সীমান্তে প্রবল লড়াইয়ের ফলে হাজার হাজার মানুষ এখন সুদানে নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছেন। জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার মতে, এ পর্যন্ত ২০ হাজার উদ্বাস্তু টিগ্রে থেকে সুদানে গেছেন। সুদানের সরকারি মিডিয়ার মতে, সংখ্যাটি ২৫ হাজার ছাড়িয়েছে।

টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট জানিয়েছে, তারা পাশের রাজ্য লক্ষ্য করে প্রচুর রকেট ছুড়েছে। ফ্রন্টের হুঁশিয়ারি, যারা টিগ্রে আক্রমণ করেছে, তারা নিরাপদে বাড়ি ফিরে যেতে পারবে না। তাদের আক্রমণ করা হবে। ইথিওপিয়ায় এমন কোনো জায়গা নেই, যেখানে ফ্রন্ট হানা দিতে পারে না।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল