২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাইজেরিয়ায় পীতজ্বরে ১০ দিনে ৭৬ জনের প্রাণহানি

- ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার তিনটি রাজ্যে নভেম্বরের প্রথম ১০ দিনে পীতজ্বরে ৭৬ জন মারা গেছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার এ খবর জানান।

নভেম্বরের ১ থেকে ১১ তারিখের মধ্যে ডেল্টা রাজ্যে মোট ৩৫ জন, এনুগু রাজ্যে ৩৩ জন এবং বাউচি রাজ্যে ৮ জন মারা গেছে।

দেশটির সরকারি র্বার্তা সংস্থাকে রোগ প্রতিরোধ কেন্দ্রের প্রধান চিকোয়ি ইজিতেওয়াজু এ কথা জানান।

এছাড়া এ সময়ের মধ্যে এ তিন রাজ্যে ২২২ সন্দেহভাজন রোগী এবং ১৯ জন নিশ্চিত পীতজ¦রে আক্রান্ত হয়েছে।

পীতজ্বরের প্রাদুর্ভাব ঠেকাতে টিকা দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

পীতজ্বর মূলত ভাইরাসের কারণে হয়। তবে মশার মাধ্যমে এটি ছড়ায়। সিঙ্গেল ডোজ টিকার মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব।


আরো সংবাদ



premium cement