২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিসরের সমাধিক্ষেত্র থেকে ১৩টি অক্ষত কফিন উদ্ধার, বয়স কত জানেন?

- ছবি : সংগৃহীত

মিসরের ইঞ্চিতে ইঞ্চিতে যেন রহস্য লুকিয়ে আছে। সম্প্রতি সেখানকার পুরাতত্ত্ববিদরা কয়েক হাজার বছরের পুরনো ১৩টি কফিন খুঁজে পেয়েছেন। এগুলি সাহারা মরুভূমির গভীরে সাক্কারা নামের একটি সমাধিক্ষেত্র থেকে উদ্ধার হয়েছে। জায়গাটি মিসরের রাজধানী কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই কফিরগুলো নিয়ে এখন গবেষণা চলছে। উঠে আসছে নানান তথ্যও।

গবেষক দলের অনুমান, এগুলো প্রায় আড়াই হাজার বছর আগে সিল করে দেওয়া হয়েছিল। এত দিন পরেও সেগুলি যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে। এমনকি কাঠের কফিনগুলোর গায়ে রংও ভাল অবস্থাতেই রয়েছে। এছাড়াও ওই সামধিক্ষেত্র থেকে কয়েক হাজার সারকোফ্যাগাস পাওয়া গিয়েছে। বোতলাকৃতি, মানুষের মতো নক্সা যুক্ত এই সিল করা পাত্রগুলো অন্তেষ্টিক্রিয়ার সময় ব্যবহার হত।

মিসরের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, কফিনগুলো একটির উপর আর একটি সাজিয়ে রাখা হয়েছিল। সেগুলো ভূমি থেকে প্রায় ১১ মিটার নীচে পাওয়া গিয়েছে।

পর্যটনমন্ত্রী খালেদ আল-আনানি বলেছেন, "এটা একটা অন্য রকম অনুভূতি, যখন নতুন পুরাতাত্ত্বিক কিছু খুঁজে পাওয়া যায়।" আনন্দবাজার


আরো সংবাদ



premium cement