২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

মোগাদিসুতে হোটেলে সন্ত্রাসী হামলা, নিহত ১৭

ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স - ছবি : সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি জনপ্রিয় হোটেলে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। রোববার বিকেলে এ হামলা চালানো হয়। আল-শাবাব  এ হামলার দায় শিকার করেছে। আল-জাজিরা এ খবর জানিয়েছে।

পুলিশ অফিসার আহমেদ বাসান বলেন, নিহতদের মধ্যে রয়েছেন দু’জন সরকারি কর্মকর্তা, তিনজন হোটেল কর্মচারী ও তিনজন অজ্ঞাত ব্যক্তি। এছাড়া রয়েছে চার হামলাকারীও। নিরাপত্তা বাহিনীর গুলিতে তাদের মৃত্যু হয়েছে।

সরকারি মুখপাত্র ইসমাইল মুখতার ওমর জানান, লিদো সমুদ্র সৈকতের এলিট হোটেলে সন্ত্রাসীরা বোমা, গুলি ও গাড়ি হামলা চালায়। জনপ্রিয় হোটেলটির ভেতরে প্রবেশের আগে তারা প্রথমে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়।

তিনি জানান, হামলাকারীরা হোটেলটির প্রবেশ পথের বাইরে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানোর পর হোটেলে প্রবেশ করে। সমুদ্র সৈকতের পাশে যতগুলো হোটেল রয়েছে এটি ছিল তার মধ্যে অন্যতম। আর নব নির্মিত এ হোটেল তরুণদেও এবং নগরীর অভিজাত শ্রেণীর লোকজনের কাছে অনেক প্রিয়।

প্রত্যক্ষদর্শী আলী সায়েদ আদান জানান, সন্ত্রাসীরা যে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়, সেটা এতোটাই শক্তিশালী ছিল যে পুরো এলাকা ধোয়াচ্ছান্ন হয়ে গিয়েছিল। মানুষজন দৌড়ে আশপাশের ভবনে আশ্রয় নিচ্ছিলো।


আরো সংবাদ



premium cement