২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাইজেরিয়ায় চলছে প্রাণঘাতী সাম্প্রদায়িক দাঙ্গা

- ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে কৃষিজীবী সম্প্রদায়ের ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তিভ কৃষিজীবীর সম্প্রদায়ের লোকজন হামলা প্রতিহত করার চেষ্টা করলেও তারা তাতে ব্যর্থ হন।

নাইজেরিয়া বেনু অঙ্গরাজ্যের পুলিশের মুখপাত্র ড্যানিয়েল এজেয়ালা এই হত্যাকাণ্ডের জন্য হাউসা-ভাষী ফুলানি সম্প্রদায়ের পশু পালনকারীদের দায়ী করেছেন।

তিভ সম্প্রদায়ের লোকজন হচ্ছে খ্রিস্টান এবং ফুলানি সম্প্রদায়ের লোকজন মুসলমান।

চলতি মাসের গোড়ার দিকে কাদুনা অঙ্গরাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় অন্তত ১০০ মানুষ মারা গেছেন। নাইজেরিয়ায় বিশেষ করে কথিত সেন্ট্রাল বেল্টে পশুপালন নিয়ে সহিংসতা অনেকটা স্বাভাবিক ব্যাপার। মধ্যাঞ্চলের দক্ষিণে ক্রিস্টানদের বসবাস আর উত্তর অঞ্চলে বিপুল সংখ্যক মুসলমানের বসবাস রয়েছে।

১৯৯০’র দিকে পশু পালনকারী ও কৃষকদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত হয়েছিল। পার্সটুডে

 


আরো সংবাদ



premium cement