আফ্রিকার দেশ তানজিনিয়া 'করোনামুক্ত', দাবি প্রেসিডেন্টের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুন ২০২০, ১৭:০৯, আপডেট: ০৯ জুন ২০২০, ১৬:৫৯
বিশ্বের করোনামুক্ত দেশগুলোর তালিকায় এবার যুক্ত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া। দেশটির প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি সোমবার এক ঘোষণায় নিজের দেশকে করোনা মুক্ত দাবি করেন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় মঙ্গলবার বিষয়টি প্রকাশিত হয়েছে।
রাজধানী দোদোমা’র একটি চার্চে দেয়া ভাষণে ম্যাগফুলি বলেন, 'দেশ মহামারি করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।'
তিনি আরো বলেছেন, মূলত মহান সৃষ্টিকর্তার উদ্দেশ্যে দেশবাসীর প্রার্থনা ও উপবাসের কারণে বৈশ্বিক এই মহামারি থেকে মুক্তি মিলেছে তাদের।
স্থানীয় জাম্ভি টিভিতে সম্প্রচারিত ভাষণে ম্যাগফুলি বলেন, 'সৃষ্টিকর্তাকে সব সময়ে সব কিছুর উপরে রাখে, এমন একটি দেশের নেতা হতে পেরে আমি গর্বিত। সৃষ্টিকর্তা তানজানিয়াকে ভালোবাসেন।'
তিনি আরো বলেন, 'শয়তানের সব কূটচাল তানজানিয়ায় বিফল হবে, কারণ তানজানিয়ার সঙ্গে সৃষ্টিকর্তা রয়েছেন। এ কারণে করোনাও এখানে পরাজিত হয়েছে।'
এদিকে বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, করোনা মুক্তির ক্ষেত্রে তানজানিয়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এছাড়া দেশটি করোনা পরিস্থিতি নিয়ে ডব্লিউএইচও’কে তথ্য পাঠানো বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির প্রকৃত করোনা পরিস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে।
গত ২৯ এপ্রিল ডব্লিউএইচও’কে তানজানিয়ার দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিলো মোট ৫০৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছিল ২১ জনের। তবে গত সপ্তাহে এক ভাষণে দেশটির প্রেসিডেন্ট জানান, বর্তমানে তানজানিয়ায় মাত্র ৪ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
বিবিসি ওই প্রতিবেদন হতে জানা যায়, এর আগে গত মাসে তানজানিয়ায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে দেশটির করোনা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা প্রদান করা হয়েছিলো। সেখানে বলা হয়েছিলো, দেশটির বৃহত্তম শহর দার এস সালামের হাসপাতালগুলোতে করোনা আক্রান্তদের উপচে পড়া ভিড়ের লক্ষ করা গেছে। এমনটা চললে দেশের করোনা পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে।
তবে মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তা উড়িয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাগফুলি। তিনি দাবি করেছিলেন যে, দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি দেশবাসীকে বরং আরো আহ্বান জানিয়েছিলেন তারা যেনো তাদের স্বাভাবিক জীবন-যাপন ঠিক রাখে এবং চার্চ ও মসজিদে প্রার্থনা অব্যাহত রাখে। কারণ, সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করোনাকে ধ্বংস করে দিতে পারে।
সূত্র : আল জাজিরা ও বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা