১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুদানে জাতিগত সহিংসতায় নিহত ৩০

- সংগৃহীত

সুদানের দক্ষিণ দারফুর প্রদেশে ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় ৩০ জন নিহত হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী আবদুল্লা হামদকের দপ্তরের এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।

বিবৃতিতে আরো বলা হয়, ‘দক্ষিণ দারফুরের গভর্নর প্রদেশটির পরিস্থিতির ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন। এতে বলা হয়, উপজাতি গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে পড়া সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছে।’

উপজাতি সূত্র এএফপি’কে বলেছে, গবাদিপশু চুরির ঘটনাকে কেন্দ্র করে আল-রাজিকাত (আরব) ও আল-ফালাতা (আফ্রিকান) জাতির মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র আরো জানায়, রাতে প্রাথমিক সংঘর্ষে ৯ জন নিহত হয়। বুধবার সকালে ফের সংঘর্ষে আরো ২১ জন প্রাণ হারায়। পরে রাতে সংঘর্ষ থেমে গেলেও সেখানে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু জাতির বিদ্রোহীরা অস্ত্র হাতে তুলে নেয়ায় ২০০৩ সাল থেকে দারফুরে আরব ও আফ্রিকান মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়।

জাতিসঙ্ঘ জানায়, জাতিগত সংঘাতে দেশটিতে প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ২৫ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।

এদিকে দারফুরের গভর্নর খালেদ হাশেম বুধবার সাংবাদিকদের বলেন, পরিস্থিতি শান্ত করতে এ অঞ্চলে সৈন্য মোতায়েন করা হচ্ছে। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ক্ষমতা গ্রহণের পর শুরুতেই যেসব কাজ করবেন ট্রাম্প আইন মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে গৃহীত কার্যক্রম দুই ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয় সরকার ব্যাংকিং খাতের সংস্কারে অগ্রগতি করছে : অর্থ উপদেষ্টা কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম ‘শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়াম’ সরকারি নির্মাণে পোড়া ইট ব্যবহার ২০২৫ সাল নাগাদ বন্ধ হবে : রিজওয়ানা হাসান ‘আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল’ দূষিত শহরের তালিকায় ঢাকার অবনতি ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের ৩ মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

সকল