২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রমজানে লিবিয়ায় হাফতার বাহিনীর অস্ত্রবিরতি ঘোষণা

- সংগৃহীত

লিবিয়ায় শক্তিশালী খলিফা হাফতার ঘোষণা দিয়েছেন যে, তার বাহিনী পবিত্র রমজান মাসে অস্ত্রবিরতি পালন করবে। আন্তর্জাতিক আহ্বানের প্রেক্ষিতে বুধবার তিনি এ ঘোষণা দেন।

পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে হাফতারের একজন মুখপাত্র জানান, কমান্ডার জেনারেল তার পক্ষ থেকে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, লিবিয়ার দক্ষিণ ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছেন খলিফা হাফতার। তবে তার প্রতিদ্বন্দ্বী জাতিসংঘ স্বীকৃত গর্ভমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) এর কাছ থেকে এ বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশ্য এ ঘোষণার পরও রাজধানী ত্রিপোলির কেন্দ্রস্থল থেকে বিষ্ফোরণের শব্দ শুনেছেন এএফপি’র একজন সংবাদদাতা।

হাফতারের মুখপাত্র আরো জানান, লিবিয়ায় ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া রমজানে অস্ত্রবিরতির জন্য কয়েকটি বন্ধুরাষ্ট্র থেকে আহ্বান জানানো হয়েছিল। তিনি সতর্ক করে বলেন, জিএনএ এই অস্ত্রবিরতি লংঘন করলে অবিলম্বে এবং কঠোরভাবে তার জবাব দেয়া হবে।
গত সপ্তাহে জাতিসংঘ, ইইউ এবং আরো কয়েকটি দেশ পবিত্র রমজান মাসে অস্ত্রবিরতি পালনে উভয়পক্ষের প্রতি আহ্বান জানায়।

তেলসমৃদ্ধ উত্তর আফ্রিকার এ দেশটিতে ২০১১ সালে দীর্ঘদিনের শাসক মোয়াম্মের আল গাদ্দাফির হত্যাকাণ্ডের পর থেকে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement