২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনাভাইরাস: দক্ষিণ আফ্রিকায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সোমবার বেড়ে দাঁড়িয়েছে ৪০২ জনে, যা আফ্রিকার মধ্যে সর্বোচ্চ।আগেরদিন এ সংখ্যাছিল ১২৮ জন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনাভাইরাসের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং এ ভাইরাসের বিস্তার রোধে নতুন প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন বলে আশা করছেন দেশটির সাধারণ জনগণ।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে মোট করোনা আক্রান্ত রোগীর মধ্যে অর্ধেকই গাউটেং প্রদেশের বাসিন্দা, যার মধ্যে রয়েছে দেশের বৃহত্তম শহর জোহানেসবার্গ ও রাজধানী প্রিটোরিয়া। এ শহর দুটিতে বসবাস করেন প্রায় ৮১ লাখ মানুষ।

তবে এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও, প্রাণঘাতি এ ভাইরাস এখন স্থানীয়ভাবেও সংক্রমিত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে কতৃপক্ষ। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement