০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

হাউছি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনে ৬০ সেনা নিহত

- সংগৃহীত

ইয়েমেনের উত্তরপূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক ঘাঁটিতে শনিবার ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছে। ঘাঁটির এক চিকিৎসক এ কথা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এই চিকিৎসক ফোনে চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেছেন,‘শনিবার ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এরা সবাই ইয়েমেনের সরকারি সৈন্য।’

তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, ইরান সমর্থিত হাউছি বিদ্রোহীদের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ইয়েমেনের সরকারি সৈন্যের সংখ্যা ৬০। টাইমস অব ইসরাইলও এই তথ্য জানিয়েছে।

শনিবার সূর্যাস্তের সময় সৈন্যরা যখন ঘাঁটির প্রধান চত্বরে সমবেত হয় তখন এই হামলা চালানো হয়। এ ব্যাপারে হাউছি বিদ্রোহীদের তরফে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইয়েমেনের উত্তরপূর্বাঞ্চলীয় মারিব ঘাঁটিতে এর আগের হামলার ব্যাপারে দায়স্বীকার করেছিল হাউছি বিদ্রোহীরা। সূত্র : বাসস।


আরো সংবাদ



premium cement