সোমালিয়ার রাজধানীতে বিস্ফোরণে বহু নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:১৮, আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:২৯
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৬১ জন। তবে কোন কোন খবরে নিহতের সংখ্যা একশ’র কাছাকাছি বলা হয়েছে। অ্যাম্বুলেন্স সার্ভিসের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাজধানী ব্যস্ত এলাকার একটি চেকপয়েন্টে শনিবার ওই হামলা হয়েছে।
আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা আবদিকাদির আবদুর রহমান হাজি রয়টার্সকে বলেন, আমরা ৬১টি জনকে নিহত অবস্থায় পেয়েছি। আরো ৫১ জনকে পাওয়া গেছে আহত অবস্থায়। অন্যদিকে মোগাদিসু সিটি কর্পোরেশনের এক উপদেষ্টা আলজাজিরাকে বলেছেন, নিহতের সংখ্যা এই মুহূর্তে ৯০ এর উপরে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ট্যাক্স সংগ্রহের একটি কেন্দ্র লক্ষ্য করে সকালে হামলাটি হয়েছে। মোহাম্মাদ হুসেনই নামে মোগাদিসু পুলিশের ওই কর্মকর্তা বলেন, আহত হয়েছে শতাধিক- যাদের মধ্যে শিশুও রয়েছে। হতাহতদের বড় একটি অংশ বিশ্ববিদ্যালয় ছাত্র যারা ওই স্থান দিয়ে বাসে যাচ্ছিলেন।