লিবিয়ায় মার্কিন সামরিক ড্রোন বিধ্বস্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ নভেম্বর ২০১৯, ১২:৪১
লিবিয়ার আকাশে মার্কিন বাহিনীর একটি নিরস্ত্র ড্রোন বিধ্বস্ত হয়েছে। দেশটিতে সশস্ত্র বিদ্রোহীরা ক্ষমতা দখলের জন্য জাতিসঙ্ঘ স্বীকৃত সরকারের সাথে লড়াই করছে। শুক্রবার পেন্টাগন একথা জানিয়েছে।
কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির আকাশে ইউএস আফ্রিকা কমান্ডের দূর নিয়ন্ত্রত একটি নিরস্ত্র ড্রোন বিধ্বস্ত হয়েছে। এ ড্রোন বিধ্বস্তের কারণ জানানো হয়নি।
আফ্রিকা কমান্ড জানায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন এবং সহিংস উগ্রবাদী কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে এ কমান্ড লিবিয়ায় ড্রোন অভিযান পরিচালনা করে থাকে।
লিবিয়ার বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী দেশটির পশ্চিমাঞ্চলে তাদের নিয়ন্ত্রিত একটি এলাকায় উড়তে থাকা ইতালির একটি ড্রোন ভূপাতিত করার কথা জানানোর একদিন পর যুক্তরাষ্ট্রের এ ড্রোন বিধ্বস্ত হলো।
গত সেপ্টেম্বরে লিবীয় আইএস বাহিনীর বিরুদ্ধে ইউএস আফ্রিকা কমান্ড পরিচালিত বিভিন্ন বিমান হামলায় অনেক নিহত হয়েছিল বলে দাবি করা হয়।