২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘মিসরকে পরমাণু শক্তিধর করতে চেয়েছিলেন মুরসি’

মোহাম্মাদ মুরসি -

মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল ও দেশীয় এজেন্টদের ভূমিকাই ২০১৩ সালে মিসরের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটার পেছনের মূল কারণ বলে জানিয়েছেন পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী পদার্থবিদ ড. আবদুল কাদির খান।

যিনি পাকিস্তানি পরমাণু বোমার জনক হিসেবে পরিচিত খান ফেসবুকে লিখেছেন, ‘প্রেসিডেন্ট মুরসি রাশিয়া, ভারত ও পাকিস্তান ভ্রমণ করেছিলেন। কিন্তু অনেকেই জানেন না যে তিনি মিসরে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ইউরেনিয়াম সমৃদ্ধ পারমাণবিক চুল্লি চালু করতে রাশিয়ার সাথে একমত হন। একই উদ্দেশ্যে তিন বছর পর মিসরে আরেকটি পারমাণবিক চুল্লি প্রতিষ্ঠার ব্যাপারেও রাজি হন তিনি।

খান বলেন, ‘মিসরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা না বলা আমার পক্ষে ভালো হতো। তবে মিসরের জনগণকে প্রেসিডেন্ট মুরসির এই পরিণতির পেছনের সত্যটি জানতে হবে। মিসরীয়রা কী জানেন যে, এই সফরের ফলাফল পশ্চিমের জন্য সবচেয়ে ভয়াবহ ছিল? মিসর দেশটি থেকে বিদ্যুৎ সমস্যা চিরতরে সমাধান করত, পাশাপাশি আফ্রিকা মহাদেশকে আলোকিত করার জন্য যথেষ্ট পরিমাণে বিদ্যুত রফতানি করত।’

খান বলেন, ‘মিসরীয়দের অবশ্যই জানা উচিত যে প্রেসিডেন্ট মুরসির শাসনামলে মিসর দুটি জার্মান সাবমেরিন পেয়েছিল। ইসরাইল মিসরকে এই ধরনের সাবমেরিন না দেয়ার জন্য জার্মানিকে চাপ দিয়েছিল। কারণ এই সাবমেরিন সঠিকভাবে ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানবাহী যুদ্ধজাহাজে আঘাত করার সক্ষমতা অর্জন করত মিসর।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্চে জার্মানি-মিসরের মধ্যকার সাবমেরিন বিক্রির কথা জানতে পেরেছিলেন এবং অনুমোদনও করেছিলেন, কিন্তু তথ্যটি রাষ্ট্রের জন্য গোপনীয় হওয়ার কারণে প্রকাশ করেননি। খান আরো ব্যাখ্যা করেছেন যে, অনেক মিসরীয়ই একটি সামরিক উপগ্রহ স্থাপনের গুরুত্ব বুঝতে পারে না, যা ইসরাইলের ওপর ব্যাপক নজরদারি করতে পারে। ভারতীয় বিজ্ঞানীদের সাথে মুরসি সামরিক উপগ্রহ তৈরির বিষয়ে একমত হয়েছিলেন, তবে ২০১৩ সালের অভ্যুত্থানের জন্য এটি হয়নি; নতুবা আজকে মিসর এমন উপগ্রহের মালিক থাকত।

এ ছাড়া খান দাবি করেছেন যে অনেকে জানেন না যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রেসিডেন্ট মুরসি বলেছিলেন, মিসরের মিসাইল প্রয়োজন, যার জন্য রাশিয়া আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষর করতে সম্মত হয়েছিল। প্রেসিডেন্ট মুরসি এই চুক্তির আলোচনার জন্য মিসরের মেজর জেনারেল আল-তারাজকে পাঠিয়েছিলেন, কিন্তু সেনাবাহিনীর ওপর মার্কিন চাপ থাকায় এ উদ্যোগটি ব্যর্থ হয়েছিল। মিডল ইস্ট মনিটর 


আরো সংবাদ



premium cement
হিলি দিয়ে ফের পেঁয়াজ ও আলু আমদানি শুরু চট্টগ্রামে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬ ইন্দুরকানী প্রেসক্লাবের নতুন সভাপতি নাসির, সম্পাদক মনির ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স প্রথম বর্ষের আগামীকালের পরীক্ষা স্থগিত হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা টিসিবির ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে ১০ লাখ পোশাকশ্রমিক গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ভূমি উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি চিন্ময়ের গ্রেফতার ইস্যুতে যে বার্তা দিলো ভারতের কংগ্রেস ‘আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’ চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে আক্রমণাত্মক ভারত

সকল