২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চোরাশিকারীকে মারল হাতি, খেল সিংহে

- ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে একজন সন্দেহভাজন গন্ডার চোরাশিকারি হাতির পায়ের নিচে পড়ার পর সিংহের খাদ্যে পরিণত হয়েছে। চোরাশিকারি সহযোগীরা নিহতের পরিবারকে জানান, গত মঙ্গলবার হাতির কবলে পড়ে নিহত হয়েছেন তিনি।

পরে চোরাশিকারির পরিবার এই ঘটনা পার্কের কর্তৃপক্ষকে জানালে বৃহস্পতিবার একটি অনুসন্ধান দল তার লাশ দেহাবশেষ খুঁজতে গিয়ে একটি খুলি এবং একটি ট্রাউজার ছাড়া অন্য কোনো কিছু পায়নি। পার্কের ব্যবস্থাপনা নির্বাহী ঐ ব্যক্তির পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

তিনি বলেন, ক্রুগার ন্যাশনাল পার্কে অবৈধভাবে বা পায়ে হেঁটে প্রবেশ করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। এর ফলে অনেক বিপদ ঘটতে পারে এবং এ মৃত্যু সেটাই প্রমাণ করে।"

পুলিশ জানায়, তারা ওই গ্রুপের আরো চারজনকে গ্রেফতার করেছে। তারা জানিয়েছে, তাদের দলের একজন সদস্য নিহত হয়েছে।

পুলিশের কাছে তারা জানায়, তাদেরকে চমকে দিয়ে একটি ক্রুদ্ধ হাতি হঠাৎ করেই হামলা চালায়। নিহত ওই সদস্যকে হাতিটি আক্রমণ করতে থাকে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

চোরাশিকারিরা প্রথমে নিখোঁজ ব্যক্তির পরিবারকে বিষয়টি জানায়। তারা উপায়ান্তর না দেখে পুলিশকে বিষয়টি জানায়। পরে ওই পার্কের রেঞ্জাররা খবর পেয়ে তাকে খুঁজতে বের হয়। কিন্তু বুধবার নাগাদ তার কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার তার চিহ্ন পাওয়া যায়। তবে পুলিশ ও রেঞ্জাররা সেখানে উপস্থিত হয়ে যেসব প্রমাণ দেখতে পান, তাতে তারা অনুমান করেন যে, একটি সিংহ তাকে খেয়ে ফেলেছে। পরে সেখান থেকে নিহত ব্যক্তির ট্রাউজার ও জুতা উদ্ধার করা হয়।

পুলিশ এ ঘটনায় তার পরিবারের প্রতি সহমর্মিতা জানান। হেঁটে (গাড়ি ছাড়া) ওই পার্কে প্রবেশ করা খুবই বিপজ্জনক কাজ। এর ফলে দুর্ঘটনায় পতিত হওয়ার শঙ্কা অনেক বেশি থাকে।

পুলিশের হাতে ধরা পড়া বাকি ব্যক্তিদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এবং শিগগির তাদের আদালতে তোলা হবে।

গত বছরের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় প্রদেশের সিবুয়া গেম রিজার্ভে তিন চোরাশিকারী সিংহের খাদ্যে পরিণত হয়েছিল। গণ্ডারের শিং সংগ্রহ করতে তারা ওই পার্কে প্রবেশ করেছিল।

বন্যপ্রাণী বিষয়ক গবেষকরা জানান, এসব ঘটনা আসলে চোরাশিকারীদের জন্য বার্তা যে, বনের ভেতর তুমি সবসময় জয়ী হতে পারবে না। সুতরাং কোনো ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকাই শ্রেয়।

দক্ষিণ আফ্রিকার কুগার ন্যাশনাল পার্কটি দেশের সবচেয়ে বড় পার্ক হিসেবে বিবেচিত। পার্কটি ১২ হাজার বর্গমাইল এলাকাজুড়ে অবস্থিত। গণ্ডার, হাতি, মোষ, সিংহ ও চিতার সবচেয়ে বড় আবাসস্থল এটি। ক্রুগার ন্যাশনাল পার্কে অনেকদিন ধরেই চোরাশিকার সংক্রান্ত সমস্যা রয়েছে। এশিয়ার দেশগুলোতে গন্ডারের শিংয়ের চাহিদা ব্যাপক। শনিবার হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ প্রায় ২১ লাখ ডলার মূল্যের গন্ডারের শিংয়ের চোরাচালান আটক করেছে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল