২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সরকার পতনের বিক্ষোভে উত্তাল আলজেরিয়া

সরকার পতনের বিক্ষোভে উত্তাল আলজেরিয়া - সংগৃহীত

সরকার পতনের দাবিতে আবার বিক্ষোভে উত্তাল আলজেরিয়া। প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফ্লিকাকে অযোগ্য ঘোষণা করে, ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিতে টানা চতুর্থ সপ্তাহের মতো রাজধানী আলজিয়ার্সসহ কয়েকটি শহরে বিক্ষোভে জড়ো হয় লাখো মানুষ। বুতেফ্লিকা পদ না ছাড়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এ অবস্থায় ক্ষমতাসীন প্রেসিডেন্টের রাজনৈতিক কর্মীরাও তার দল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

শুক্রবার জুমার নামাজের পর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বুতেফ্লিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভে ফেটে পড়ে পুরো শহর। রাজপথ ছাড়িয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতেও। ক্ষমতাসীন প্রেসিডেন্ট বুতেফ্লিকার পতনের দাবি জানিয়ে সেøাগান দেন তারা।
বিক্ষোভকারীদের একজন বলেন, ‘প্রেসিডেন্ট বুতেফ্লিকা অবসরে যাও। আমাদের দরজা তোমার জন্য অনেক আগেই বন্ধ হয়ে গেছে।’
আরেক বিক্ষোভকারী বলেন, ‘এই সরকার আমাদের দেশকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এই সরকারের শাসন আমাদের জাতীয়তাকে হত্যা করছে। দেশ থেকে অনেক সম্পদ পাচার হয়ে যাচ্ছে। তাকে ক্ষমতা ছাড়তেই হবে।’

শুধু রাজধানীতেই নয়, সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে ওরান, বান্তা, তিজিসহ অন্য শহরগুলোতেও।

সূত্র : বিবিসি ও রয়টার্স

বুতাফ্লিকা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ক্ষমতাসীন দল
রয়টার্স

প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতাফ্লিকার ব্যাপারে অনেকটা ইউটার্ন নিয়েছে আলজেরিয়ার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট বা এফএলএন। কিছু দিন আগেও পঞ্চম মেয়াদে তার প্রতিদ্বন্দ্বিতার বিষয় চূড়ান্ত ছিল। কিন্তু দেশটিতে ব্যাপক বিক্ষোভের ফলে সে সিদ্ধান্ত থেকে সরে আসেন বুতাফ্লিকা। মারাত্মক অসুস্থ এই নেতা আগামী নির্বাচনে অংশ নেবেন না। 

ক্ষমতাসীন এফএলএনের একজন সিনিয়র নেতা হুসাইন খালদুন বৃহস্পতিবার আননাহার টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেছেন, দীর্ঘ নেতৃত্ব দেয়া আবদুল আজিজ বুতাফ্লিকা এখন ‘ইতিহাস’।

সুইজারল্যান্ডে চিকিৎসা থেকে ফিরে আসার পর বুতাফ্লিকা সাম্প্রতিক দিনগুলোতে দ্রুততার সাতে মিত্রদের হারান। খালদুনের মন্তব্য হলো, বুতাফ্লিকার আরেকটি বড় বিপত্তি ছিল, কয়েক দশক ধরে প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন অভিজাতদের রাজনৈতিক আধিপত্যকে পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়ে আলজেরীয়দের শান্ত করার আশা করেছিলেন।

ক্ষমতাসীন দলের সাবেক মুখপাত্র খালদুন যিনি প্রকাশ্যে বুতাফ্লিকা থেকে সরে আসা একজন সিনিয়র এফএলএন কর্মকর্তা, তিনি বলেন, দলকে এখন বুতাফ্লিকার বিরুদ্ধে বিক্ষোভকারীদের লক্ষ্যকে সমর্থন করতে হচ্ছে। পার্লামেন্ট ও স্থানীয় সিটি কাউন্সিলে এফএলএন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। হাজার হাজার আলজেরীয় কয়েক সপ্তাহের জন্য বিক্ষোভ করে যা তরুণদের আকৃষ্ট করে। তারা সামাজিক স্বাধীনতা ও সমৃদ্ধির দাবি জানায়।

৮২ বছর বয়সের বুতাফ্লিকা ২০১৩ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর জনসম্মুখে খুব কমই এসেছেন। বিক্ষোভকারীরা বলছেন, বুতাফ্লিকা শারীরিকভাবে আর শাসন করার উপযুক্ত অবস্থায় নেই। বুতাফ্লিকার এক সাবেক মন্ত্রী রয়টার্সকে বলেন, ‘প্রেসিডেন্ট তার বিরুদ্ধে সামাজিক চাপ সৃষ্টি করতে পারেন না। খেলা শেষ হয়ে গেছে। বুতাফ্লিকার পদত্যাগ করা ছাড়া আর বিকল্প কোনো পথ নেই।’


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল