ইয়েমেনে ছয় হাজারের বেশি শিশু হতাহত হয়েছে : ইউনিসেফ
- আনাদোলু
- ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৬
যুদ্ধ-বিদ্ধস্ত ইয়েমেনে ২০১৫ সাল থেকে হাজার হাজার শিশু নিহত ও অনেক আহত হয়েছে। জাতিসঙ্ঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ গত বুধবার একথা জানিয়েছে।
একে টুইটার পোস্টে ইউনিসেফ বলেছে, ২০১৫ সালের পর থেকে ৬ হাজার সাতশরও বেশি শিশু হতাহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। সংস্থাটি আরো বলছে, তিন লাখ আটান্ন হাজারেরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে যাদের দ্রুত চিকিৎসা দরকার।
২০১৪ সালে শিয়া হাউছি গ্রুপ দেশটির অধিকাংশ এলাকা দখল করে নেয়ার পর থেকেই ইয়েমেনে সঙ্ঘাত চলছে। ২০১৫ সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা শুরু করার থেকে এই সঙ্কট আরো তীব্র হয়েছে। সৌদি আরব এবং তাদের সুন্নি মিত্রদের অভিযোগ, হাউছিরা ইরানের হয়ে লড়াই করছে।
জাতিসঙ্ঘ বলছে, এই যুদ্ধে বেসামরিক লোকসহ লক্ষাধিক মানুষ নিহত হয়েছে এবং সংস্থাটি আশঙ্কা করছে, এক কোটি ৪০ লাখ ইয়েমেনি নাগরিক দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে ।