কঙ্গোতে সহিংসতার আশঙ্কায় গ্যাবনে মার্কিন সেনা মোতায়েন
- আলজাজিরা
- ০৫ জানুয়ারি ২০১৯, ২০:৩৫
ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে রাজনৈতিক সহিসংতার আশঙ্কায় প্রতিবেশী দেশ গ্যাবনে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে এই সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার মার্কিন কংগ্রেসকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন নাগরিক ও কূটনৈতিক স্থাপনার সুরক্ষার জন্য গ্যাবনে প্রথম দফায় ৮০ জন সেনাকে বুধবার পাঠানো হয়েছে।
৩০ ডিসেম্বর কঙ্গোতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের দুই বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ১৮ বছর ধরে ক্ষমতায় থাকা জোসেফ কাবিলার উত্তরসূরি নির্বাচন করা হবে।
আজ নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করার কথা থাকলেও তা দুই দিন পিছিয়ে দেয়া হয়েছে। বিরোধী ও পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হওয়ার আশঙ্কা রয়েছে। কঙ্গো সরকার বলছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।
ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, প্রয়োজন হলে গ্যাবন বা কঙ্গোতে আরো মার্কিন সেনা মোতায়েন করা হবে। মোতায়েনকৃত মার্কিন সেনারা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবে। এর আগে ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনের ফল ঘোষণার পর দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। এবারো তেমন সহিংসতার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছে।