লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ত্রাসী হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ ডিসেম্বর ২০১৮, ১৭:১৫
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতি হামলা হয়েছে। প্রাথমিকভাবে এই হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলাকারীরা গুলি চালিয়ে ভেতরে প্রবেশ করে আত্মঘাতি বোমার বিস্ফোরণ ঘটায়। হামলাকারীরা সংখ্যায় তিন জন ছিলো বলে জানা গেছে। তাদের একজন মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়েছে, আর দুজন আত্মঘাতি বোমায় নিজেদের উড়িয়ে দিয়েছে। এছাড়া মঙ্গলবারের ওই হামলায় নিহতদের মধ্যে একজন মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও আরেকজন বেসামরিক কর্মী।
আর হামলায় আহতের সংখ্যা প্রাথমিকভাবে নয় জন বলে জানিয়েছে, লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। চরমপন্থী গ্রুপ আইএস হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।