ক্যামেরুনে বাস্তুচ্যুত ২ লাখ মানুষ
- এএফপি
- ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২
বিচ্ছিন্নতাবাদীরা ক্যামেরুনের দুটি ইংরেজিভাষী অঞ্চল নর্থ ওয়েস্টে সক্রিয় রয়েছে। এতে ২০১৬ সালের শেষের দিকে থেকে এ পর্যন্ত অনেক লোক নিহত এবং প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মোট ১০৯ পুলিশ ও নিরাপত্তা সদস্য নিহত হয়েছে।
ক্যামেরুনের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে বাস বহরে বন্দুকধারীদের হামলায় এক চালক নিহত ও কয়েকজন আহত হয়েছে। রোববার রাতে দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম একথা জানিয়েছে।
শনিবার রাতে এই হামলা চালানো হয়। গোলযোগপূর্ণ অঞ্চলটিতে এটি সর্বশেষ সহিংস ঘটনা। ইংরেজি ভাষীয় কথা বলা বিচ্ছিন্নতাবাদীরা রাজ্যটিকে স্বাধীন ঘোষণা করেছে।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানায়, হামলাকারীরা বামেন্ডা নগরীর কাছে আকুম গ্রামের একটি রাস্তার মাঝে ভারী মেশিন ব্যবহার করে গর্ত খুঁড়ে। গর্তটি মেরামত করা হচ্ছে।