জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এমনানগাগওয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ আগস্ট ২০১৮, ০৯:৪৫, আপডেট: ২৭ আগস্ট ২০১৮, ০৯:৫৬
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ইমারসন এমনানগাগওয়া। রোববার রবার্ট মুগাবের বিদায়ের পর প্রথম নির্বাচনে জয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট হিসাবে যাত্রা শুরু করলেন তিনি। খবর এএফপি’র।
শপথ নেয়ার পর জিম্বাবুয়েতে গেল জুলাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় ৬ জন নিহতের ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছেন এমনানগাগওয়া।
তবে শপথ অনুষ্ঠান বর্জন করেছেন বিরোধীদলীয় নেতা নেলসন চামিসা। তার দাবি ইমারসন এমনানগাগওয়া তার বিজয় ছিনিয়ে নিয়েছেন।
হারারে স্টেডিয়ামে হাজার হাজার সর্মথকের উপস্থিতিতে প্রেসিডেন্ট হিসাবে দেশের প্রতি আনুগত্য প্রকাশ ও সংবিধানকে সমন্নুত রাখার শপথ এর কথা ঘোষণা করেন নতুন প্রেসিডেন্ট। সেই সাথে দেশের জনগণের স্বার্থ রক্ষা ও উন্নয়নে ঈশ্বরের সহযোগিতাও কামনা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা