২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

নাইজেরিয়ার বিমানবাহিনীর ভুল আক্রমণে ৬ বেসামরিক নাগরিক নিহত

নাইজেরিয়ার বিমানবাহিনীর ভুল আক্রমণে ৬ বেসামরিক নাগরিক নিহত - ছবি - সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে কাটসিনা রাজ্যে সেনাবাহিনীর একটি বিমান সন্ত্রাসীদের তাড়া করার সময় ভুল করে আক্রমণ চালিয়ে কমপক্ষে ছয়জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।

রোববার নাইজেরিয়ার কানো থেকে ফ্রন্সের বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ওই অঞ্চলের বাসিন্দারা জানান, শনিবার সাফানা জেলার জাক্কা গ্রামের উপকণ্ঠে কয়েকটি কুঁড়েঘরে বোমা ফেলা হয়।

গ্রামে পুলিশের একটি ঘাঁটিতে ডাকাতরা হামলা চালিয়ে দুই পুলিশ সদস্য ও তাদের সহায়তাকারী একজন পাহারাদারকে হত্যা করার পর এই হামলা চালানো হয় বলে জানান তারা।

জাক্কার বাসিন্দা মুন্তারি সাদা এএফপিকে জানান, ডাকাতরা সরে যাওয়ার পর গ্রামের বাইরে একটি কুঁড়েঘরে আঘাত হানার আগে বিমানটি গ্রাম প্রদক্ষিণ করে।

তিনি জানান, বিমান হামলায় পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন এবং তাদের দেহের বিভিন্ন অংশ ব্যাগে করে দাফনের জন্য সংগ্রহ করতে হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোববার এক বিবৃতিতে ‘নিরপেক্ষ, স্বচ্ছ ও তাৎক্ষণিক তদন্ত’ করার আহ্বান জানায়। একই সাথে নিহতের সংখ্যা ১০ জন বলেও জানিয়েছে সংগঠনটি।

এ ব্যাপারে দেশটির সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী বহু বছর ধরে অপরাধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে আসছে। স্থানীয়ভাবে তাদেরকে ডাকাতদল বলা হয়। গোষ্ঠীগুলো উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার গ্রামগুলোতে হামলা চালায়। তারা মুক্তিপণের জন্য বাসিন্দাদের হত্যা বা অপহরণ করে এবং লুটপাটের পর বাড়িঘর পুড়িয়ে দেয়।

এর আগে, জানুয়ারিতে উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান আক্রমণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। জামফারা রাজ্যে সেনাবাহিনীর একটি বিমান আক্রমণের পর জুরমি জেলায় স্থানীয় গোয়েন্দাদের সক্রিয় অপরাধী দল ভেবে আক্রমণ চালানো হয়।

গত ডিসেম্বরে পার্শ্ববর্তী সোকোটো রাজ্যে লাকুরাওয়া জিহাদিদের ওপর আক্রমণ চালানোর সময় দুটি গ্রামে একটি সামরিক বিমান আক্রমণে ১০ জন নিহত এবং আরো ছয়জন আহত হন।

২০২৩ সালের ডিসেম্বরে নাইজেরিয়ার একটি সামরিক বিমান হামলায় উত্তর-পশ্চিম কাদুনা রাজ্যের টুডুন বিরি সম্প্রদায়ের একটি মুসলিম ধর্মীয় সমাবেশকে ডাকাত ভেবে আক্রমণ চালানো হয়। আক্রমণে কমপক্ষে ৮৫ জন নিহত হন, যার বেশিভাগই নারী ও শিশু।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল