১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

কঙ্গোর পূর্বাঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে

- ছবি : ভয়েস অব আমেরিকা

আফ্রিকান নেতারা যুদ্ধবিরতি ও সংঘাত সাময়িকভাবে প্রশমিত করার আহ্বান জানানোর তিন দিন পর মঙ্গলবার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে লড়াই শুরু হয়।

স্থানীয় ও নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানায়, ভোরে দক্ষিণ কিভু প্রদেশে কঙ্গোর সেনা অবস্থানে এম২৩ যোদ্ধারা হামলা চালায়। ডিআরসি সরকার এম২৩ বিদ্রোহী দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। জাতিসঙ্ঘ এবং যুক্তরাষ্ট্র এটিকে একটি সশস্ত্র গোষ্ঠী হিসেবে অভিহিত করেছে। কঙ্গো রোয়ান্ডার বিরুদ্ধে বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগ করেছে। রোয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবারের মধ্যে পূর্ব ও আফ্রিকার দক্ষিণাঞ্চলের নেতারা তাদের সাধারণ কর্মীদের একটি ‘নিঃশর্ত’ যুদ্ধবিরতি বাস্তবায়নের পরিকল্পনা প্রস্তাব করার আহ্বান জানানোর পরে এই পুনরুত্থান ঘটে। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয় এবং বিপুল সংখ্যক লোক তাদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

নিরাপত্তা সূত্রগুলো জানায়, মঙ্গলবার প্রাদেশিক রাজধানী বুকাভু থেকে প্রায় ৭০ কিলোমিটার এবং প্রদেশের বিমানবন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে ইহুসি গ্রামের কাছে সংঘর্ষ হয়।

বেশ কয়েকটি স্থানীয় সূত্র ‘ভারী অস্ত্রের বিস্ফোরণ’ এর কথা জানায়।

কঙ্গোলিজ সেনাবাহিনী কাভুমু বিমানবন্দরটি এই অঞ্চলে সেনা ও সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করে। তাদের প্রধান সামরিক ঘাঁটি বিমানবন্দরটির কাছাকাছি অবস্থিত।

বুকাভু বেশ কয়েকদিন ধরে এম২৩ আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। শুক্রবার শহরের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। বাসিন্দারা পালাতে শুরু করেছে এবং আসন্ন হামলার আশঙ্কায় দোকানপাট বন্ধ রয়েছে। মঙ্গলবারও শহরে ব্যাংকগুলি বন্ধ ছিল।

বুকাভু দখলের ফলে এম২৩ এবং রোয়ান্ডার সেনারা কিভু হ্রদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবে।

ধর্ষণ, হত্যা ও লুটপাটের অভিযোগে একটি সামরিক আদালতে কঙ্গোর প্রায় ৩০০ সেনার বিচার চলছে।

গোমার মানবিক পরিস্থিতির আরো অবনতি ঘটছে। শহরের বড় অংশে নিয়মিত পানি সরবরাহ নেই। বাসিন্দারা কিভু হ্রদ থেকে পানি নিতে বাধ্য হচ্ছে। কিভু হ্রদ থেকে লড়াইয়ের পরে মৃতদেহগুরো উদ্ধার করা হয়েছে। সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
আবুল কাসেমের জানাজায় আ’লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জামায়াত আমিরের বইমেলা পরিদর্শন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হলেন শাহজাহান মিয়া শবে বরাতের মহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার খাগড়াছড়িতে কারারক্ষীদের আন্দোলনে জেলার অবরুদ্ধ এখন থেকে ৯৯৯-এর সেবা পাওয়া যাবে ইংরেজিতেও প্রধান উপদেষ্টার সাথে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর সাক্ষাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষককে দুদকে তলব শাহবাগে আবারো প্রাথমিক শিক্ষকদের অবরোধ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড খুলনায় সাবেক পুলিশ কর্মকর্তার ৩ বছরের কারাদণ্ড

সকল