মালিতে অতর্কিত হামলায় নিহত ৫০
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691038_198.jpg)
পশ্চিম আফ্রিকার দেশ মালির উত্তর পূর্বাঞ্চলের গাও শহরে সেনা প্রহরাধীন একটি গাড়িবহরে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন।
শুক্রবার এ হামলা ঘটেছে বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দারা।
গাও থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত কোবে গ্রামের কাছে এই হামলা হয়। ওই এলাকাটিতে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট সংগঠন ও আল-কায়েদা সক্রিয় ভূমিকা পালন করছে, যা সার্বিকভাবে মালি ও এর প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো ও নাইজারকে অস্থিতিশীল করে তুলেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় কর্মকর্তা শনিবার জানান, ‘পালানোর জন্য পরিবহন থেকে মানুষ লাফিয়ে পড়ছিল। এতে অনেক বেসামরিক নাগরিক হতাহত হন।’
গাও হাসপাতালে এখনো পর্যন্ত ৫৬টি লাশ রেকর্ড করা হয়েছে বলে জানান কর্মকর্তাটি। তিনি আরো জানান, এই ঘটনায় সামরিক বাহিনীর অজ্ঞাতসংখ্যক সদস্যও হতাহত হয়।
তবে এ বিষয়ে মালির সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
গাওর এক বাসিন্দা জানান, প্রায় ৫০ জন নিহত হন। এছাড়াও বেশ কিছু পরিবহনে আগুন দেয়া হয়। তিনি জানান, প্রাণঘাতি হামলার সংখ্যা এত বেড়েছে যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গাড়িবহরকে সেনাবাহিনী পাহারা দেয়।
এসব ঘটনার মূলে রয়েছে মালির উত্তরাঞ্চলে ২০১২ সালে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ। এরপর থেকেই ইসলামপন্থী গোষ্ঠীগুলো সাহারার দক্ষিণে অবস্থিত দারিদ্র্যপিড়ীত কেন্দ্রীয় সাহেল অঞ্চলের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন আন্তর্জাতিক অভিবাসন সংক্রান্ত সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি পর্যন্ত এসব অঞ্চলে প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা