কঙ্গোতে বিদ্রোহীদের সাথে সংঘাতে ৫ দিনে নিহত ৭০০
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১
গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলের অবরুদ্ধ নগরী গোমায় রোববার থেকে শুরু হওয়া বিদ্রোহী গোষ্ঠী এম২৩ গ্রুপের সাথে তীব্র লড়াইয়ে কমপক্ষে ৭০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।
জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীরা উত্তর কিভু প্রদেশের রাজধানী দখল করার সময় দুই হাজার ৮০০ জন আহত হয়েছেন।
বিদ্রোহীরা এখন দক্ষিণ কিভুর রাজধানী বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।
পূর্ব ডিআর কঙ্গোতে সংঘাত ১৯৯০-এর দশক থেকে শুরু হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে তা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
জাতিগত তুতসিদের নিয়ে গঠিত এম২৩ বলেছে যে তারা সংখ্যালঘু অধিকারের জন্য লড়াই করছে। অন্যদিকে ডিআর কঙ্গোর সরকার বলেছে যে রুয়ান্ডা-সমর্থিত বিদ্রোহীরা পূর্ব অঞ্চলের বিশাল খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিতে চাইছে।
শুক্রবার ডুজারিক জানান, রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর অংশীদারদের, ডিআর কঙ্গোর সরকারের সাথে করা একটি মূল্যায়ন থেকে হতাহতের পরিসংখ্যান জানা গেছে।
জাতিসঙ্ঘের এ মুখপাত্র জানান, নিহতের সংখ্যা আরো বাড়বে।
এই সপ্তাহের শুরুতে এম২৩ পশ্চিমে প্রায় দুই হাজার ৬০০ কিলোমিটার দূরে রাজধানী কিনশাসায় পৌঁছানো পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
এই লড়াই পূর্ব ডিআর কঙ্গোর মানবিক সংকটকেও আরো খারাপ করেছে।
জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের কারণে ২০২৫ সালের শুরু থেকে চার লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা