০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আইএস নেতা গ্রেফতারের দাবি মালির সেনাবাহিনীর

আইএস নেতা গ্রেফতারের দাবি মালির সেনাবাহিনীর - সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালির সেনাবাহিনী দাবি করেছে, তারা ইসলামিক স্টেটের (আইএস) দুই যোদ্ধাকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন আইএসের সাহেল শাখার শীর্ষস্থানীয় নেতা।

শনিবার তারা এ দাবি জানায়।

মালির সেনাবাহিনী বলেছে, তারা দেশটির উত্তরাঞ্চলে অভিযান চালিয়ে আইএসের বেশ কিছু যোদ্ধাকে হত্যা করেছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, তারা যে দুই যোদ্ধাকে গ্রেফতার করেছে, তাদের একজন মোহাম্মদ ওলুদ এরকেহিল ওরফে আবু রাকিয়া ওরফে আবু হাশ। তিনি ইসলামিক স্টেটের একজন শীর্ষ নেতা।

সেনাবাহিনী দেশটির উত্তর-পূর্বাঞ্চলের মেনাকা এবং গাও অঞ্চলে মানুষের ওপর নৃশংসতা এবং সেইসাথে সেনাবাহিনীর ওপর হামলার কারণে আবু রাকিয়াকে দায়ী করেছে।

২০১২ সাল থেকে মালি গভীর অস্থিরতার মোকাবেলা করে আসছে। এই অস্থিরতার সাথে আল-কায়দা, আইএস ও স্থানীয় অপরাধী চক্রের সাথে যুক্ত।

দেশটির সামরিক শাসক সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এবং তারা রাশিয়ার দিকে সামরিক ও রাজনৈতিকভাবে ঝুঁকে পড়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement