ব্যাংক নোট বাতিল করায় সুদানে বিক্ষোভ
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জানুয়ারি ২০২৫, ২০:৩৮
সুদানের বেশ কিছু নাগরিক মঙ্গলবার পোর্ট সুদানে সেনাবাহিনী-সমর্থিত সরকারের বিরদ্ধে আংশিক মুদ্রা প্রতিস্থাপনের পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ করেছে।
সরকার তার নিয়ন্ত্রণাধীন ছয়টি রাজ্যের বাসিন্দার জন্য ৫০০ ও ১,০০০ সুদানিজ পাউন্ড মূল্যের পুরানো নোটগুলো জমা দিয়ে নতুন নোট সংগ্রহের জন্য সোমবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়।
তথ্যমন্ত্রী খালিদ আল-আইসার ঘোষণা করেন, বাসিন্দারা তাদের পুরানো নোট অদল-বদল করতে ৬ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন।
তার এই ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার রাজধানী ও বন্দর নগরী পোর্ট সুদানে বেশ কিছু মানুষ সরকারি অফিসের বাইরে বিক্ষোভ করে।
নিয়মিত সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ২০ মাসের লড়াইয়ে সুদানিজ পাউন্ডের মূল্য ২০২৩ সালের এপ্রিলে ৫০০ ডলার থেকে বর্তমানে ২,৫০০ ডলারে নেমে এসেছে।
যুদ্ধে দেশটির হাজার হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় সোয়া কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং অর্থনীতি বিপর্যস্ত হয়েছে।
সেনাবাহিনী-সমর্থিত সরকার বলেছে, জাতীয় অর্থনীতি সুরক্ষা এবং জালকারীদের অপরাধমূলক তৎপরতা ঠেকাতে আংশিক মুদ্রা অদল-বদল করা হচ্ছে।
সোমবারের এই সময়সীমা দেশের প্রধান রফতানি কেন্দ্র পোর্ট সুদানে পরিবহন ও বাণিজ্যকে অচল করে দিয়েছে।
এএফপি সংবাদদাতারা জানান, একদিকে ব্যাংকগুলোয় নতুন নোটের সরবরাহ অপ্রতুল, অপরদিকে বাসচালক, পেট্রোল স্টেশন ও দোকানদারা পুরোনো নোট নিচ্ছেন না।
এই পদক্ষেপে অনেক সুদানি নাগরিক প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ-বিধ্বস্ত ও ক্রমবর্ধমান দরিদ্র জনসংখ্যার ওপর অতিরিক্ত বোঝা চাপানোর অভিযোগ করেছে।
এই পদক্ষেপ সেনাবাহিনী সুদানীজ আর্মড ফোর্সের (এসএএফ) নিয়ন্ত্রণাধীন এলাকা এবং আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) অধীনে থাকা অঞ্চলগুলোর মধ্যে বিভাজনে একটি অর্থনৈতিক মাত্রা যোগ করার ঝুঁকি তৈরি করবে বলে সমালোচকরা সতর্ক করেছেন।
এখন দারফুরের প্রায় সমস্ত পশ্চিমাঞ্চল এবং কেন্দ্র ও দক্ষিণের বিস্তীর্ণ অংশ আরএসএফের নিয়ন্ত্রণে। এদিকে উত্তর ও পূর্বাঞ্চল সেনাবাহিনীর (এসএএফ) দখলে রয়েছে। বৃহত্তর খার্তুমের নিয়ন্ত্রণ যুদ্ধরত উভয়পক্ষের মধ্যে বিভক্ত রয়েছে।
আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ইতোমধ্যে তার নিয়ন্ত্রণাধীন এলাকায় নতুন নোটের ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি সেনাবাহিনীর (এসএএফ) বিরুদ্ধে দেশকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা