০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা নিহত অন্তত ৭১

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা নিহত অন্তত ৭১ - সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ঘটে।

রোববার গভীর রাতে আঞ্চলিক যোগাযোগ ব্যুরো এক বিবৃতিতে জানায়, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে সিদামা রাজ্যে যাত্রীবাহী একটি ট্রাক নদীতে পড়ে যায়।

সিদামা পুলিশ কমিশন ট্রাফিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডিরেক্টরেট প্রধান পরিদর্শক ড্যানিয়েল সানকুরাকে উদ্ধৃত করে ফেসবুক পোস্টে জানায়, ‘এ পর্যন্ত ৬৮ জন পুরুষ এবং তিন নারী দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে।’

সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনিয়েলেহ সিমিওনও বার্তাসংস্থা রয়টার্সকে ৭১ জন নিহতের তথ্য নিশ্চিত করেন।

সোমবার ওসেনিয়েলেহ আরো বলেন, ‘পাঁচজনের অবস্থা গুরুতর এবং বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো জানায়, বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে দুর্ঘটনাটি ঘটেছে।

স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অস্পষ্ট বেশ কিছু ছবিতে একটি গাড়ির চারপাশে প্রচুর লোককে দেখা যাচ্ছে, অন্যদিকে গাড়িটি ছিল আংশিকভাবে পানিতে নিমজ্জিত। এসময় আমপাশের অনেককে অনেকে আপাতদৃষ্টিতে গাড়িটিকে পানি থেকে টেনে তুলতে সাহায্য করার চেষ্টা করতেও দেখা যায়।

স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অস্পষ্ট চিত্রগুলোতে একটি গাড়ির চারপাশে প্রচুর লোককে দেখায়, আংশিকভাবে পানিতে নিমজ্জিত, অনেকে আপাতদৃষ্টিতে এটিকে পানি থেকে টেনে তুলতে সাহায্য করার চেষ্টা করছেন।

ব্যুরোর শেয়ার করা অন্যান্য ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনায় নিহতদের লাশগুলো নীল টারপলিনে আবৃত অবস্থায় মাটিতে পড়ে আছে।
সূত্র : আল জাজিরা ও গার্ডিয়ান


আরো সংবাদ



premium cement
রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া পাওয়া যায়নি : পররাষ্ট্র উপদেষ্টা

সকল