জেলে থাকা ফিলিপাইনের ১৩ সারোগেট মাকে ক্ষমা করল কম্বোডিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৭
ফিলিপাইনের ১৩ জন সারোগেট নারীকে ক্ষমা করে দেশে ফেরত পাঠিয়েছে কম্বোডিয়া। তারা সেদেশে নিষিদ্ধ প্রথা সারোগেট মা হওয়ার পরিকল্পনার কারণে জেলে বন্দী ছিলেন।
ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রোববার ম্যানিলা থেকে এএফপি এখবর জানিয়েছে।
সেপ্টেম্বরে কম্বোডিয় পুলিশের আটক ২৪ জন বিদেশী মহিলার মধ্যে তারাও ছিলেন। তারা আন্তঃসীমান্ত মানবপাচারের চেষ্টার দায়ে ২ ডিসেম্বর আদালতে দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
রোববার ভোরে ওই নারীদের ক্ষমা করে ম্যানিলায় ফেরত পাঠানো হয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মহামহিম প্রিয়াহ বাত সামদেচ প্রিয়াহ বোরোমনিথ নরোদম সিহামনি রাজকীয় ক্ষমা মঞ্জুর করার পরে ১৩ জনের সবাই নমপেন ত্যাগ করেছেন এবং নিরাপদে ম্যানিলায় পৌঁছেছেন।’
কম্বোডিয়ার আদালতের রায়ে বলা হয়, তাদের বিরুদ্ধে জোরালো প্রমাণ রয়েছে যে ১৩ জনের অভিপ্রায় ছিল অর্থের বিনিময়ে তৃতীয় ব্যক্তির কাছে বাচ্চা বিক্রি করা, যা মানব পাচারমূলক একটি কাজ। উক্ত ১৩ জনের বাচ্চার জন্মের সময় তাদের কী হবে সে সম্পর্কে আদালত বিস্তারিত জানায়নি।
প্রতিবেশী থাইল্যান্ড আগের বছর বাণিজ্যিক সারোগেসির লাগাম টেনে ধরায় পরের বছর ২০১৬ সালে কম্বোডিয়া এর উপর নিষেধাজ্ঞা জারি করে।
তবে চীন তার এক সন্তান নীতি শিথিল করার পরে এবং কম্বোডিয়ার এজেন্সিগুলো পরিষেবা প্রদান চালিয়ে যাওয়ায় বাণিজ্যিক সারোগেসির চাহিদা বেশি রয়েছে।
দেশটির সূত্রগুলো এর আগে এএফপিকে বলেছিল, বেশির ভাগই চীন থেকে আসা দম্পতিরা তাদের সন্তান ধারণ করতে পারে এমন একজন কম্বোডিয়ান মহিলাকে খুঁজে পেতে সারোগেসি এজেন্টদের ৪০ হাজার থেকে এক লাখ মার্কিন ডলার দিতে ইচ্ছুক।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা