মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ ডিসেম্বর ২০২৪, ২২:৩৬
মোজাম্বিকে ছয় লাখ ২০ হাজার মানুষ ঘূর্ণিঝড় চিডোর আঘাতে ক্ষতিগ্রস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাবো দেলগাদো অঞ্চল। ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত ৯৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এক সপ্তাহ আগে মোজাম্বিকে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়, যদিও এই ঝড়ের সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জ মায়োতের ওপর।
দিনে ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত ও ঘণ্টায় ২৬০ কিলোমিটার বেগে চলা ঝোড়ো বাতাস মোজাম্বিকের উত্তরাঞ্চলের কাবো দেলগাদো অঞ্চলকে বিধ্বস্ত করেছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত ছয় লাখ ২০ হাজার মানুষের মধ্যে প্রায় পাঁচ লাখ মানুষই বাস করেন এই কাবো দেলগাদো অঞ্চলে।
বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট কারণে ঘূর্ণিঝড় চিডোর প্রভাব আরো গুরুতর হয়েছে।
রোববার বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন দেশটির ক্ষমতাসীন দল ফ্রেলিমো পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডানিয়েল চাপো। অক্টোবরের নির্বাচনে তিনি জিতলেও বিরোধীদের মতে, কারচুপি করে জিতেছেন তিনি।
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা