১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পশ্চিম আফ্রিকা জোটের বৈঠক, সামরিক শাসকদের প্রস্থানের ওপর গুরুত্বারোপ

- ছবি : ভয়েস অব আমেরিকা

রোববার আঞ্চলিক গ্রুপ ইকোওয়াস-এর পশ্চিম আফ্রিকার নেতারা নিরাপত্তা নিয়ে এক সম্মেলনে যোগ দেন। নিরাপত্তা পরিস্থিতি এবং সামরিক নেতৃত্বাধীন তিনটি সরকারের জোট থেকে প্রস্থানের বিষয়টি সম্মেলনে অ্যাজেন্ডার শীর্ষে ছিল।

ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)-এর বৈঠকের আগে বুরকিনা ফাসো, মালি এবং নিজার তাদের জোট ছাড়ার সিদ্ধান্তকে ‘অপরিবর্তনীয়’ বলে পুনর্ব্যক্ত করে। তারা ইকোওয়াসকে সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের প্রতি অনুগত বলে নিন্দা জানায়।

এই তিন দেশের প্রস্থান পশ্চিম আফ্রিকায় মুক্ত বাণিজ্য এবং চলাচলের পাশাপাশি নিরাপত্তা সহযোগিতার ওপর একটি বড় প্রভাব ফেলতে পারে।

নাইজেরিয়ার রাজধানী আবুজায় এ শীর্ষ সম্মেলনে যারা অংশগ্রহণ করছেন তাদের মধ্যে থাকছেন সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। তাকে ১৫ সদস্যের ইকোওয়াসের পক্ষ থেকে জুলাই মাসে বিচ্ছিন্ন হওয়া রাষ্ট্রগুলোর সাথে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা হয়।

ফায়ে গত সপ্তাহে বলেন, তিনি তিনটি দেশের সাথে আলোচনায় ‘অগ্রগতি হচ্চে’ এবং জানান, তাদের সম্পর্ক বজায় না রাখার কোনো কারণ নেই, বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতির কারণে।

জোটটির বিধান অনুসারে, মালি, বুরকিনা ফাসো এবং নিজারের প্রস্থান ঘোষণার এক বছর পর, জানুয়ারিতে কার্যকর হবে।

ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে, রাশিয়ার সাথে ঘনিষ্ঠ হওয়ার পর এ তিনটি রাষ্ট্র তাদের নিজস্ব একটি নতুন জোট, অ্যালায়েন্স অফ সাহেল স্টেটস (এইএস) গঠন করেছে।

তিনটি বিচ্ছিন্ন রাষ্ট্র আবুজা শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার কোনো পরিকল্পনা ঘোষণা করেনি, তবে তারা শুক্রবার নিজারের রাজধানী নিয়ামিতে একটি পৃথক মন্ত্রীপর্যায়ের বৈঠক করেছে।

তারা একটি যৌথ বিবৃতিতে বলে, ‘মন্ত্রীরা ইকোওয়াস থেকে প্রত্যাহার করার অপরিবর্তনীয় সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছেন এবং তাদের জনগণের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করে প্রস্থানের প্রক্রিয়া সম্পন্ন করার অঙ্গীকার করেছেন।’

তিনটি রাষ্ট্রই সাম্প্রতিক বছরগুলোতে সামরিক অভ্যুত্থান এবং বিদ্রোহের মধ্য দিয়ে গেছে। ইকোওয়াস সদস্য রাষ্ট্র গিনিও ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে একটি সামরিক সরকার দ্বারা পরিচালিত হচ্ছে।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
‘বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন’ জবাবদিহির সরকার ও কার্যকর সংসদ জনগণের ক্ষমতা রক্ষা করতে পারে : তারেক রহমান আনন্দমুখর পরিবেশে বশেমুরকৃবি’তে মহান বিজয় দিবস উদযাপিত সিরিয়ার কয়েকটি শহরের পানি ও বিদ্যুৎ লাইন কেটে দিলো ইসরাইল ‘মুক্তিযোদ্ধারা আওয়ামী বিরোধী হলে তাকেও রাজাকার আখ্যা দেয়া হতো’ সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার ওপর চাপ, ইসরাইলকে আরব দেশগুলোর নিন্দা ২৩ ডিসেম্বর ভারতজুড়ে বিক্ষোভের ডাক কৃষকদের ফতুল্লা থানা বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আ’লীগ নেতাসহ আটক ৮ যারা দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে, তারাই দেশ ছেড়ে পালিয়েছে : জামায়াত আমির

সকল