তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ ডিসেম্বর ২০২৪, ২২:৩১
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের ১১ বছর বয়সী এক মেয়ে জানিয়েছে, তিউনিসিয়ার কাছে ৪৫ যাত্রী নিয়ে ডুবে যাওয়া এক নৌকায় ছিল সে। নৌকাটির বাকি সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিবাসনপ্রত্যাশীদের বহন করা নৌকাটি ডুবে যাওয়ার পর তিন দিন সাগরে ভেসে ছিল ১১ বছর বয়সী শিশুটি। বুধবার উদ্ধার সংস্থাগুলো ভূমধ্যসাগর থেকে তাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
শিশুটি উদ্ধারকারীদের জানিয়েছে, তিউনিশিয়ার এসফাকেস থেকে ৪৫ যাত্রী নিয়ে নৌকাটি ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল।
ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধারে সহায়তাকারী সংস্থা কম্পাসকালেক্টিভ বলছে, ‘আমরা ধারণা করছি সেই অভিবাসী নৌকাটির একমাত্র জীবিত যাত্রী এবং বাকি ৪৪ জন ডুবে গেছেন।’
কম্পাসকালেক্টিভের দেয়া তথ্য অনুযায়ী, একটি উদ্ধার জাহাজ অন্য একটি উদ্ধার অভিযানে যাওয়ার সময় গভীর রাতে শব্দ শুনে শিশুটিকে সাগরের পানি থেকে উদ্ধার করে।
সংস্থাটি এক বিবৃতিতে লিখেছে, ‘সিয়েরা লিওন থেকে আসা ১১ বছর বয়সী মেয়েটি দু’টি ভেসে থাকা যায় এমন বায়ুভর্তি টায়ার টিউব ধরে তিন দিন সাগরে ভেসেছিল।’
শিশুটি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্দেশে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি।
শিশুটি বর্তমানে ইতালির লাম্পেদুসায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে তার অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানা গেছে।
জাতিসঙ্ঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম-এর তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এখন অবধি তিউনিশিয়া থেকে ইইউভুক্ত দেশ ইতালি এবং মাল্টার উদ্দেশে অনিয়মিত সাগর পথে যাত্রা করতে গিয়ে অন্তত ২৪ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে বা তারা হারিয়ে গেছে। চলতি বছর এই সংখ্যা দুই হাজার ৫০ জনের মতো।
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা