০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ন ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গিনিতে ফুটবল মাঠে সমর্থকদের সংঘর্ষ, নিহত ১০০

গিনিতে ফুটবল মাঠে সমর্থকদের সংঘর্ষ, নিহত ১০০ - সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০০ জন সমর্থক নিহত হয়েছে। এনজেরেকোরে রোববার (১ ডিসেম্বর) খেলা চলাকালীন রেফারির একটি সিদ্ধান্তকে ঘিরে সমর্থকরা মাঠে ঢুকে পড়ে এবং পরে তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে।

সোমবার (২ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানানো যাচ্ছে না। তবে হাসপাতালের মর্গ লাশে ভরে গেছে। হাসপাতালের মেঝেতে সারি সারি লাশ রাখা হয়েছে। সেখানকার এক চিকিৎসক জানিয়েছেন, অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগামাধ্যমে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, মাঠের মধ্যেই সংঘর্ষ হচ্ছে। পরে তা মাঠের বাইরেও ছড়িয়ে পড়ছে। মাঠে বিপুল সংখ্যক লাশ পড়ে থাকতে দেখা গেছে।

মাঠে থাকা এক ব্যক্তি জানান, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত। মাঠে বেশ কয়েকজন সমর্থক ঢুকে পড়ে। তার পরে দু’দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা ক্রমেই বড় হয়ে যায়। উত্তেজিত জনতা এনজেরেকোর থানায় আগুন ধরিয়ে দেয়।

গিনির জুনটা নেতা মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দেয়ার জন্য এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। ২০২১ সালে ‘জোর করে’ গিনির ক্ষমতা দখল করেছিলেন মামাদি। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তিনি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী বছর মামাদি প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবল খেলাকে কেন্দ্র করে হলো সংঘর্ষ।
সূত্র : এএফপি, আনন্দবাজার এবং অন্যান্য


আরো সংবাদ



premium cement
ট্রাম্প ‘বেয়াই’কে দিলেন মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টার পদে কিশোরগঞ্জে এডিসির গাড়ির ধাক্কায় মোয়াজ্জিমের মৃত্যু বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি অনুরোধ মমতা ব্যানার্জীর কথায় কথায় মামলা, প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন পুলিশের ৪১ কর্মকর্তাকে বদলি ইসরাইলে আজানের উপর নিষেধাজ্ঞা, নিন্দা মার্কিন মুসলিম কমিউনিটির ‘খোঁচাখুঁচিতে শত্রুতা বাড়বে, যেটা কারো জন্য ভালো না’ মেলান্দহে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার আইরিশদের ধবলধোলাই করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ নারায়ণগঞ্জে বিদ্যুৎ অফিসে ডাকাতি মার্কিন ডেস্ট্রয়ার ও সরবরাহ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

সকল