২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা

সুদানে বছরব্যাপী গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত অমদুরমান শহরের একটি রাস্তার দৃশ্য, ফাইল ফটো :৭ এপ্রিল, ২০২৪ - ছবি : ভয়েস অব আমেরিকা

সুদানের গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের ধারণার চেয়ে অনেক বেশি। নতুন এক গবেষণায় এটি প্রকাশিত হয়। ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, এই সংঘাত বিশ্বে সর্বোনিকৃষ্ট ক্ষুধা সঙ্কট তৈরি করেছে, লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষণায় দেখা গেছে, খার্তুম রাজ্যেই মৃত্যুর সংখ্যা পুরো দেশে পূর্বে যে মৃত্যুর সংখ্যা অনুমান করা হয়েছিল তার চেয়ে বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘গবেষকদের অনুমান, খার্তুম রাজ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের জুনের মধ্যে ৬১ হাজারের বেশি মানুষ মারা গেছে, যুদ্ধ-পূর্ব অবস্থা থেকে মৃত্যুর হার ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরো অনুমান করা হয়, একই সময়কালে খার্তুম রাজ্যে সহিংসতার কারণে ২৬ হাজারের বেশি মানুষ মারা গেছে, যা পুরো দেশের জন্য এসিএলইডি দ্বারা রিপোর্ট করা ২০ হাজার ১৭৮ ইচ্ছাকৃত-আঘাতে মৃত্যুর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।’

এসিএলইডি বা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা একটি অলাভজনক সংস্থা। এদের পরিসংখ্যানগুলো জাতিসঙ্ঘ এবং জাতীয় সরকারসহ আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষণায় দেখা গেছে, মৃত্যুর প্রধান কারণ ছিল প্রতিরোধযোগ্য রোগ এবং অনাহার। এটি ইঙ্গিত দেয় যে সুদানে দেশব্যাপী মৃত্যুর সংখ্যা পূর্ববর্তী অনুমানের চেয়ে অনেক বেশি, কারণ ‘খার্তুম রাজ্যে মৃত্যুর ৯০ শতাংশের বেশি রেকর্ড করা হয়নি, যাতে বোঝা যায় যে, অন্যান্য অঞ্চলে মৃত্যুর সংখ্যাও রেকর্ড করা পরিসংখ্যানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।’

২০২৩ সালের এপ্রিলে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়, সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীর র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে এটি হলো নৃশংস ক্ষমতার লড়াই। এই সংঘাত পুরো সম্প্রদায়কে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং বেশিভাগ সরকারি পরিষেবা ধ্বংস করে দিয়েছে, যা সংঘাতের কারণে অতিরিক্ত মৃত্যুর সংখ্যার সঠিক অনুমানে পৌঁছানো কঠিন করে তুলেছে।

জাতিসঙ্ঘ বলছে, সংঘাতের কারণে এক কোটি ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। প্রায় আড়াই কোটি মানুষের (সুদানের জনসংখ্যার অর্ধেক) খাদ্য সহায়তার প্রয়োজন, যা একে বিশ্বের সর্ববৃহৎ ক্ষুধা সঙ্কটে পরিণত করেছে।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
আবারো রিমান্ডে সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি

সকল