২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০ - ছবি : সংগৃহীত

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছে। এছাড়া আরো ৫০ জন আহত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ওই বিস্ফোরণ ঘটে। স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশের সূত্রে আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে নাইজেরিয়ার জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ভয়াবহ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে।

সূত্রটি আরো জানায়, উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করছিলেন স্থানীয় লোকজন। পরে এতে বিস্ফোরণের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ৯৪ জন নিহত হয়।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement